কলকাতা: সুষ্ঠু যাতায়াতে যাত্রীদের ভরসা বাড়ছে শহরের লাইফ লাইন বলে পরিচিত মেট্রো রেলের উপরে। মেট্রো রেল সূত্রের খবর, তুলনামূলকভাবে পাতালপথে যাত্রীদের সংখ্যা ক্রমবর্ধমান।
গত এপ্রিল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেট্রোয় ১৭ কোটি যাত্রী সফর করেছেন। যা আগের তুলনায় ৩.৫ শতাংশ বেশি। কর্তাদের বক্তব্য, সম্প্রতি অগ্নিকাণ্ড এবং দরজায় বারবার বিভ্রাটের জেরে যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হলেও তা যে যাত্রীসংখ্যায় তেমন প্রভাব ফেলেনি, তার প্রমাণ মিলছে এই পরিসংখ্যানেই। যাত্রীসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই খাতে বেড়েছে আয়ও।