মালদহে অমিত শাহের সভায় সমস্যা কোথায়? নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সভার ২৪ ঘণ্টার আগেও মালদহে অমিত শাহের সভা ঘিরে জারি জটিলতা৷ সভার অনুমতি পেলেও হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে জট অব্যাহত৷ কিন্তু, কেন এই সমস্যা? উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অমিতের সভা নিয়ে সমস্যার কারণ নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অমিত শাহ জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ আমরা

মালদহে অমিত শাহের সভায় সমস্যা কোথায়? নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সভার ২৪ ঘণ্টার আগেও মালদহে অমিত শাহের সভা ঘিরে জারি জটিলতা৷ সভার অনুমতি পেলেও হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে জট অব্যাহত৷ কিন্তু, কেন এই সমস্যা? উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অমিতের সভা নিয়ে সমস্যার কারণ নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অমিত শাহ জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ আমরা কারো নিরাপত্তা নিয়ে সমঝোতা করি না৷ ওখানে কিছু নিরাপত্তা সংক্রান্ত সমস্যা আছে৷ সভার আমরা অনুমতি দিয়েছি৷ কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি৷ সভার অনুমতি নিয়ে মিথ্যা বলছে বিজেপি৷’’

ঠিক কী অভিযোগ তুলছে বিজেপি? সভার অনুমতি মিললেও মালদহে অমিত শাহের হেলিকপ্টার নামার ছাড়পত্র দেয়নি প্রশাসন৷ আগামিকাল মঙ্গলবার মালদহে অমিত শাহের সভা করা৷ কিন্তু, সভার ২৪ ঘণ্টা আগে কোথায় নামবে অমিত শাহের হেলিকপ্টর? তা নিয়ে এখনও কাটেনি৷ সূত্রের খবর, বিজেপির চিঠির জবাবে মালদহ জেলা প্রশাসন বলেছে, এই সপ্তাহে সেখানে ভিভিআইপি হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া সম্ভব নয়৷ চিঠিতে অতিরিক্ত জেলাশাসক বলেছেন, পিডব্লুডির একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মালদহ এয়ারপোর্টে আপ-গ্রেডেশনের কাজ চলছে৷ রানওয়ের ওপরে বালি, ধুলো এবং নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে আশপাশ এলাকায়৷ চিঠিতে আরও জানানো হয়েছে, নির্মাণ কাজের জন্য সেখানে থাকা অস্থায়ী হেলিপ্যাডও ব্যবহারের মতো অবস্থায় নেই৷ ফলে সেখানে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া সম্ভব নয়৷

রাজ্যের তরফে অসহযোগিতার অভিযোগ তুলে নারায়ণগড়ে একটি বিলাসবহুল হোটেলের পাশের জমিতে প্রাথমিক ভাবে হেলিকপ্টার নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদি, সেখানে তা সম্ভব না হয়, তার বিকল্প হিসাবে সভাস্থলের পাশে ফাঁকা ধানের জমিতে হেলিকপ্টার নামানোর পরিকল্পনা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *