কলকাতা: বিজেপির ব্রিগেড ঘিরে নয়া জটিলতা৷ খুব সম্ভবত না বাতিল হতে পারে ৮ তারিখ সভা৷ ব্রিগেডের মতো বড় জনসভা করার মতো সময় না থাকার কারণ দেখিয়ে বাতিল হতে পারে মোদির সমাবেশ৷ তবে, ব্রিগেডের পরিবর্তে জেলায় জেলায় সভার উপর গুরুত্ব বাড়াচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ ঠিক কী কী পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের?
বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতিকে দিয়ে পরপর পাঁচটি সভা করানোর পর জেলায় জেলায় মোদিকে দিয়ে বেশ কয়েকটি সভা করাতে চাইছে গেরুয়া শিবির৷ রাজ্য বিজেপি নেতারা মনে করছেন, পাঁচ জেলায় পাঁচটি জনসভা করালে অনেক বেশী কার্যকরী হবে৷ কেননা, ব্রিগেডে জনসভা করার মতো সাংগঠনিক শক্তি বিজেপির এখও হয়নি বলেই মত নেতৃত্বের একাংশের৷ ফলে, জেলায় জেলায় সভা হলে জনসংযোগ বাড়বে বলেই মনে করছেন অনেকেই৷
সূত্রের খবর, বিজেপির বৈঠকে শিবপ্রকাশ জানান, প্রধানমন্ত্রী রাজ্যের পাঁচটি জোনে পাঁচটি জনসভা করুন৷ এমনই চাইছেন অমিত শাহ৷ সেক্ষেত্রে আর ব্রিগেডে জনসভা করার প্রয়োজন আছে কি না, ভেবে দেখা প্রয়োজন৷ রাজ্য বিজেপি নেতারা এই প্রস্তাবে তাঁদের আপত্তির কথা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীকে দিয়ে পাঁচটি জনসভা করানো মুখের কথা নয়৷ আপাতত উনি ব্রিগেডেই জনসভা করুন৷ ফলে, এই নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে নানান জটিলতা৷ এর আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮ তারিখ ব্রিগেড জনসভা ঠিক আছে। কর্মীরা তেতে আছেন। মোদীজির মুখ থেকে তাঁরা ১৯ তারিখের জবাব শুনতে চাইছেন। আমরা ব্রিগেড করার জন্য প্রস্তুত৷’ দলের অন্দরের খবর, আগামী ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বাংলায় পাঁচটি জনসভা করবেন অমিত। সেই ধকল সামলে ১৫ দিনের মধ্যে ফের প্রধানমন্ত্রীর পাঁচটি জনসভার বন্দোবস্ত করার জন্য যে সাংগঠনিক শক্তির প্রয়োজন, তা রাজ্যে বিজেপির নেই!