বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

হেমতাবাদ: বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ২০ জন৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার সুরঙ্গপুর এলাকায়৷ আহতদের মধ্যে রয়েছে কয়েকজন ছাত্রছাত্রী শিশু ও মহিলাও৷ স্থানীয়রা আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘন কুয়াশার

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

হেমতাবাদ: বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ২০ জন৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার সুরঙ্গপুর এলাকায়৷ আহতদের মধ্যে রয়েছে কয়েকজন ছাত্রছাত্রী শিশু ও মহিলাও৷ স্থানীয়রা আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

স্থানীয়সূত্রে জানা গেছে, হেমতাবাদ থেকে রায়গঞ্জগামী একটি বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা একটি লরির৷ এই দুর্ঘটনায় ছাত্রছাত্রী, শিশু ও মহিলাসহ ২০ জন আহত হয়৷ এই পথ দুর্ঘটনার ফলে রায়গঞ্জ বিষ্ণুপুর রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায়৷ হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *