পথদুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র কোচবিহার, জনতার ক্ষোভে জ্বলছে থানা

আজ বিকেল: পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকা। উত্তেজিত জনতার রোষে দাউ দাউ জ্বলছে স্থানীয় পুলিশ ফাঁড়ি। যাত্রী বোঝাই টোটোর সঙ্গে ১২ চাকার লরির মুখোমুখি সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত দশজনকে উদ্ধার করে স্থানীয় এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরানো গেলে আহতের সংখ্যা আরও

পথদুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র কোচবিহার, জনতার ক্ষোভে জ্বলছে থানা

আজ বিকেল: পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকা। উত্তেজিত জনতার রোষে দাউ দাউ জ্বলছে স্থানীয় পুলিশ ফাঁড়ি। যাত্রী বোঝাই টোটোর সঙ্গে ১২ চাকার লরির মুখোমুখি সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত দশজনকে উদ্ধার করে স্থানীয় এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরানো গেলে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা স্থানীয় পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। জনতার দাবি, মারুগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মৃত্যুজনিত দুর্ঘটনা লেগেই আছে, পুলিশি নিরাপত্তার বালাই নেই। প্রতিবার দুর্ঘটনার পরে পুলিশ আসে আর উত্তেজিত জনতাকে সরিয়ে দেহ তুলে নিয়ে চলে যায়, কিন্তু পথনিরাপত্তা নিয়ে তেমন কোনও উদ্যোগই নেয় না। দুর্ঘটনা কমানোর লক্ষ্যে পুলিশ উদাসীন, এতদিন  ধরে স্থানীয়রা তাই ক্ষোভে ফুটছিলেন। আজকের ঘটনা সেই ক্ষোভে বারুদ সঞ্চার করেছে, তাই ফাঁড়িতেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বলা বাহুল্য, ফাঁড়ি দাউ দাউ জ্বললেও পুলিশ বা দমকলের ইঞ্জিন কাউকেই ঢুকতে দিচ্ছে না উত্তেজিত জনতা। তাই একপ্রকার বাধ্য হয়েই কোচবিহার থেকে বিশাল পুলিশ বাহিনী আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *