আরও বাড়ল স্কুল-কলেজ বন্ধের মেয়াদ, চলবে প্রশাসনিক কাজ: শিক্ষামন্ত্রী

আরও বাড়ল স্কুল-কলেজ বন্ধের মেয়াদ, চলবে প্রশাসনিক কাজ: শিক্ষামন্ত্রী

কলকাতা: করোনা অবহে আগেই বন্ধ হয়ে গিয়েছিল স্কুল-কলেজ৷ জারি হয়েছিল বিজ্ঞপ্তি৷ দীর্ঘ লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনই স্কুল-কলেজ খোলার ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার৷ আর সেই কারণে আরও এক দফায় স্কুল-কলেজ বন্ধ থাকার মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একইসঙ্গে স্কুল-কলেজে প্রশাসনিক কাজ চলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷

আজ সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেছি৷ বর্তমানে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ যে স্কুলগুলিকে আমরা বন্ধ রেখেছিলাম, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি যেভাবে ১০ জুন ও পরবর্তীকালে ৩০ জুন পর্যন্ত৷ যে বিধিতে আমরা বন্ধ রেখেছি, আমরা সেই বিধিরগুলি অপরিবর্তিত রাখছি৷ ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাজ বন্ধ থাকবে৷ আগে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি অপরিবর্তিত থাকবে৷ বিশ্ববিদ্যালয়ের যেভাবে তার প্রশাসনিক কাজ চলছে, তিনি যেভাবে চালাচ্ছিলেন, যে কায়দায় চালাচ্ছিলেন, সেটা চলবে৷ আগের বিজ্ঞপ্তি অপরিবর্তিত থাকবে৷ শুধু ৩০ জুনের বদলে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে৷ ঠিক একইভাবে প্রশাসনিক কাজগুলি চলবে৷’’ অর্থাৎ আগের বিজ্ঞপ্তি এক রেখে আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকলেও প্রশাসনিক কাজ চলবে৷

এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষা কীভাবে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে৷ কাকে, কীভাবে দরকার, সেটাও ঠিক করবে৷ আগের নিয়ম অপরিবর্তিত রাখা হচ্ছে৷ বিজ্ঞপ্তির যে ধারাগুলি আমরা দিয়েছিলাম, সেই ধারাগুলি অপরিবর্তিত থাকবে৷ শুধু তারিখ ৩০ জুনের পরিবর্তে পহেলা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তা কার্যকর থাকবে৷ বিজ্ঞপ্তির কোন পরিবর্তন হচ্ছে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *