বাকি পরীক্ষা কবে? শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় ICSE

বাকি পরীক্ষা কবে? শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় ICSE

নয়াদিল্লি:  সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বাকি থাকা পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেবে বলে জানাল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)৷ ২৩ জুন শীর্ষ আদালতকে একথা জানায় CISCE৷ 

কেন্দ্র ও সিবিএসই-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, বাকি থাকা পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ আগামী ২৪ জুনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এর পরই সিবিএসই বোর্ডের বাকি থাকা পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখে সুপ্রিম কোর্ট৷ 

এর আগে গত ২২ মার্চ CISCE একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ICSE এবং ISC বোর্ডের বাকি পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে৷ কিন্তু অভিভাবকদের বিরোধিতা এবং বম্বে হাইকোর্টের রায়ের পর ১৫ জুন বোর্ড জানায়, পড়ুয়ারা চাইলে জুলাই মাসে পরীক্ষায় বসতে পারে৷ না চাইলে অভ্যন্তরীণ মল্যায়ন, স্কুলের প্রি-বোর্ড পরীক্ষা কিংবা ইতিমধ্যে সম্পন্ন ICSE বা ISC পরীক্ষায় গ্রেডের ভিত্তিতে তাদের গ্রেড দেওয়া হবে৷ 

২২ জুনের মধ্যে এই বিকল্পগুলি থেকে ছাত্রছাত্রীরা যে কোনও একটি বেছে নিতে পারবে৷ এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে তা জানাতে হবে৷ বোর্ড পরীক্ষা বা অভ্যন্তরীণ মূল্যায়নের মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে নিলেও, ছাত্রছাত্রীরা পরে নিজেদের সিদ্ধান্ত বদলাতে পারবে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছে৷ 

অন্যদিকে এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে কেন্দ্রের বোর্ডগুলির ওপর নজর রাখছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্রের এই বোর্ডগুলির পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রত্যেক পদক্ষেপের উপরেই রাজ্য নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seventeen =