বাংলাকে পাকিস্তান করতে চাইলে মমতার সঙ্গে থাকুন: রাহুল সিনহা

কলকাতা: রাজনৈতিক সৌজন্যতাকে মাটিতে মিশিয়ে বাংলার ধর্মীয় সহিষ্ণুতাকে আঘাত হানলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা৷ মাহলদের সভামঞ্চে দাঁড়িয়ে জাত-পাতের বিভিজনের রাজনীতি তুলে ধরলেন রাহুল হিনা৷ মঙ্গলবার রাহুল সিনহার মন্তব্য, ‘‘মমতা মুসলমানদের লোক৷ আগে হিজাব পরে থাকতেন৷ কিন্তু, এখন কোথায় গেল হিজাব? মমতা যদি হিজাব ছাড়তে পারেন, তাহলে আপনাদের ছাড়তে ওর কত সময় লাগবে বলুন৷’’ এদিন বাংলাকে

3dfecff2f213508f52fad61faa2af8e7

বাংলাকে পাকিস্তান করতে চাইলে মমতার সঙ্গে থাকুন: রাহুল সিনহা

কলকাতা: রাজনৈতিক সৌজন্যতাকে মাটিতে মিশিয়ে বাংলার ধর্মীয় সহিষ্ণুতাকে আঘাত হানলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা৷ মাহলদের সভামঞ্চে দাঁড়িয়ে জাত-পাতের বিভিজনের রাজনীতি তুলে ধরলেন রাহুল হিনা৷ মঙ্গলবার রাহুল সিনহার মন্তব্য, ‘‘মমতা মুসলমানদের লোক৷ আগে হিজাব পরে থাকতেন৷ কিন্তু, এখন কোথায় গেল হিজাব? মমতা যদি হিজাব ছাড়তে পারেন, তাহলে আপনাদের ছাড়তে ওর কত সময় লাগবে বলুন৷’’

এদিন বাংলাকে পাকিস্তান করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বলেন, ‘‘বাংলাকে পাকিস্তান করে রাখার চেষ্টা চলছে৷ বাংলাকে পাকিস্তান করতে চাইলে মমতার সঙ্গে থাকুনষ৷ আর যদি না তা না চান, বিজেপির সঙ্গে আসুন৷’’ এদিন তিনি বলেন, ‘‘ভারত-পাকিস্তানের খেলায় পাকিস্তানকে যাঁরা সমর্থন করেন, তাঁরা দেশ ছেড়ে চলে যান৷ আমপাদেন এখানে কোনও প্রয়োজন নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *