বাতিল ICSE-র পরীক্ষা, স্থগিত CBSE, উচ্চমাধ্যমিকের ভাগ্য কী?

বাতিল ICSE-র পরীক্ষা, স্থগিত CBSE, উচ্চমাধ্যমিকের ভাগ্য কী?

2caa15d4d7926acf023852076c6420b2

 

নয়াদিল্লি: ইঙ্গিত আগেই ছিল৷ ছিল আশঙ্কা৷ এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে এবছরের জন্য সমস্ত পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল ICSE বোর্ড৷ দশম ও দ্বাদশ শ্রেণির সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত রাখার ঘোষণা সিবিএসই৷ আজ এই মর্মে সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ আগামীকা উচ্চমাধ্যমিক পরীক্ষার ভাগ্য নির্ধারণ হতে পারে বলে খবর৷  

আজ দেশের শীর্ষ আদালতে পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ICSE বোর্ড এবছর পরীক্ষা বাতিল করছে৷ পরে নেওয়া হবে না কোনও পরীক্ষা৷ তবে, ইচ্ছুক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কি না, আগামীকাল এই বিষয়ে মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ তখন বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে৷

অন্যদিকে, CBSE-র তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে আপাতত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে৷ পরিস্থিতি উপযুক্ত হলে পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা নেওয়া হবে বলেও সুপ্রিম কোর্টের জানিয়েছে কেন্দ্র৷ পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হতে পারে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে৷ আজ মামলার শুনানিতে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে এমনই দাবি করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷

সর্বভারতীয় দু’টি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা নিয়ে অবস্থান স্পষ্ট হওয়ার পর উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কী হবে? তা নিয়ে বাড়ছে জল্পনা৷ কেননা এর আগে খোদ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা বিষয়টি সর্বভারতীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতি রেখে পর্যালোচনা করা হবে৷ সুপ্রিম কোর্টের রায় দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ সূত্রের খবর, দুটি কেন্দ্রীয় বোর্ডের সুপারিশ খতিয়ে দেখার পর আদালতের রায়ের কপি দেখে দু’এক দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ভাগ্য নির্ধারণ হতে পারে৷ তবে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত হওয়ার প্রবল সম্ভবনা তৈরি হয়েছে৷ এখনও পর্যন্ত সরকারি ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷ পরীক্ষার প্রস্তুতি রেখে চলেছে পর্যালোচনা৷

যদিও পরীক্ষা হওয়া, না-হওয়ার দোলাচলের মধ্যে চরম উদ্বেগের রয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ কবে পরীক্ষা নেওয়া হবে, কবে ফলাফল প্রকাশ হবে, তারপর কলেজে ভর্তির প্রক্রিয়া কীভাবে হবে, সে ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষ নিয়ে কোনও সমস্যার মুখোমুখি হতে হবে কি না, গোটা বিষয়টি এখন রাজ্য সরকার চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *