কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার৷ উচ্চমাধ্যমিকের পর এবার করোনা আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল বলে অ্যাডভাইজারি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর৷ ক্যাম্পাসে গিয়ে কোনও পরীক্ষা নেওয়া হবে না৷ আগের পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের দেওয়া হবে নম্বর৷ বাকিদের সরাসরি পাস করিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ কীভাবে হবে সেই প্রক্রিয়া, তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে৷
উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল করেছে রাজ্য সরকার৷ এরপর কৌতূহল ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে কী হবে? আজ রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অ্যাডভাইজারি দিয়ে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনও ভাবেই পরীক্ষা নেওয়া যাবে না৷ চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের পরীক্ষার সর্বোচ্চ নম্বর ৮০ শতাংশ অনুযায়ী মূল্যায়ন করা হবে৷
এতদিন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যতগুলি সিমেস্টার দিয়েছেন, প্রত্যেকটির ক্ষেত্রে সর্বোচ্চ নম্বরের ৮০ শতাংশ গ্রাহ্য হবে৷ বাকি ২০ নম্বর অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে৷ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে৷ তবে এই মূল্যায়ন পদ্ধতিতে যাঁরা অসন্তোষ প্রকাশ করবেন কিংবা যারা পরীক্ষা দিতে চাইবেন, তাঁদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ সে ক্ষেত্রে ইচ্ছুক পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় নম্বর চূড়ান্ত বলে বিবেচিত হবে৷ রাজ্য উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী নন, এমন পড়ুয়াদের সরাসরি পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হবে৷ নেওয়া হবে না কোনও পরীক্ষা৷ বিজ্ঞপ্তি দেখুন- https://www.caluniv.ac.in/news/ug-pg-exam-27-6-20.pdf এই লিঙ্কে৷
শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে৷ বিজ্ঞপ্তিতে সাফ উল্লেখ করা হয়েছে, ‘‘উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ২, ৬, ৮ জুলাই বাতিল করা হল৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতি এক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যেই সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে, তার সর্বোচ্চ নম্বর বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসাবে গ্রহণ করা হবে৷ প্রয়োজনে শতকরা হারে নম্বর পরিগণিত হবে৷ এই প্রক্রিয়াটি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে৷ আগামী জুলাই মাসের মধ্যে ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে৷’’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে, সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনও পরীক্ষার্থী অসন্তুষ্টি বোধ করে, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলির লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ ওই পরীক্ষায় যে নম্বর সে পাবে, সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয়৷’’ ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য সংসদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে৷ সেই অনুযায়ী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে৷’’