স্কুল শিক্ষকদের জন্য সুখবর, শুরু নাম নথিভুক্ত করার কাজ

স্কুল শিক্ষকদের জন্য সুখবর, শুরু নাম নথিভুক্ত করার কাজ

কলকাতা:  চলতি বছর ‘ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স’-এর জন্য শিক্ষক মনোনয়নের কাজ শুরু করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ৷ 

এই উদ্দেশে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশাবলী দেখার কথা বলা হয়েছে৷ ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স ২০২০’-র জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ৬ জুলাই৷ এই সময়ের মধ্যে ইচ্ছুক শিক্ষকরা তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন৷ 

যত বেশি সম্ভব স্কুলে এই গাইডলাইন পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে অধিক সংখ্যক শিক্ষক এই পুরস্কারের জন্য তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন৷ কী ভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে ওয়েবসাইটে বিস্তারিত বলা হয়েছে৷

 

শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অনন্য অবদানের জন্য প্রতি বছর ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স’ দেওয়া হয়ে থাকে৷ যাঁরা নিজেদের প্রতিশ্রুতি পালনে শুধু স্কুলের উন্নতিসাধনই করেননি, বরং ছাত্রদের জীবনকেও সমৃদ্ধ করেছেন, সেই সকল শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স’ পুরস্কার৷ চলতি বছর এই পুরস্কারের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ চলবে ৬ জুলাই পর্যন্ত৷ অনলাইনেই হবে নির্বাচন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =