হাজার বছরের পুরোনো এই মুক্তোর দাম দেখলে চমকে উঠবেন

কানাডা : ওজন ২৭.৬৫ কিলোগ্রাম, দাম শুনলে চোখ কপালে উঠবে। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক মুক্তো হিসেবে ইতিমধ্যেই সারা ফেলেছে ‘গিগা পার্ল’। সম্প্রতি কানাডার এক ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেই গিগা পার্ল, তারপরই সামনে আসে এই দৈত্যাকার মুক্তোটি। কানাডার অধিবাসী অ্যাব্রাহাম রোয়েস তাঁর পিসির কাছ থেকে এই মুক্তটি পেয়েছেন। তিনি জানিয়েছেন, ১৯৫৯ সালে ফিলিপিন্সের এক মৎস্যজীবীর কাছ

aa668fe4925c43005cae717c74f9a8dc

হাজার বছরের পুরোনো এই মুক্তোর দাম দেখলে চমকে উঠবেন

কানাডা : ওজন ২৭.৬৫ কিলোগ্রাম, দাম শুনলে চোখ কপালে উঠবে। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক মুক্তো হিসেবে ইতিমধ্যেই সারা ফেলেছে ‘গিগা পার্ল’। সম্প্রতি কানাডার এক ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেই গিগা পার্ল, তারপরই সামনে আসে এই দৈত্যাকার মুক্তোটি। কানাডার অধিবাসী অ্যাব্রাহাম রোয়েস তাঁর পিসির কাছ থেকে এই মুক্তটি পেয়েছেন।

তিনি জানিয়েছেন, ১৯৫৯ সালে ফিলিপিন্সের এক মৎস্যজীবীর কাছ থেকে এই দৈত্যাকার মুক্তোটি কিনে এনে তাঁর বোনকে উপহার দিয়েছিলেন। এবার সেটাই রোয়েসকে মৃত্যুর আগে দিয়ে গিয়েছেন সেই পিসি। বিশেষজ্ঞদের মতে এই গিগা পার্লের দাম হতে পারে ৯০ পাউন্ড অর্থাৎ প্রায় ৮২০ কোটি টাকা। এই গিগা পার্ল জনসমক্ষে আসার আগে লাউ-জু পার্লকেই ধরা হত বিশ্বের বৃহত্তম মুক্তো। এটা তার থেকেও ৪ গুণ বড় এবং ২২ ক্যারাট সোনা দিয়ে বানানো এক অক্টোপাসে জড়ানো রয়েছে এই গিগা পার্ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *