ফাইনাল ইয়ারের সেমিস্টার বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

ফাইনাল ইয়ারের সেমিস্টার বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

65415846bfa1046c1daa8feff4a59b2d

 

বোলপুর: ইঙ্গিত ছিলই৷ করোনা পরিস্থিতিতে অবশেষে ফাইনাল ইয়ার সেমিস্টারের লিখিত পরীক্ষা বাতিল করার পথে হাঁটল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ জানা গিয়েছে, সেরা দুটি সেমিস্টারের গড় হিসাবে ৬০ শতাংশ নম্বর দেওয়া হবে ছাত্রছাত্রীদের৷ বাকি ৪০ শতাংশ নম্বরের মধ্যে ২০ শতাংশ নম্বর দেওয়া হবে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে৷ বাকি ২০ শতাংশ নম্বর দেওয়া হবে প্রজেক্ট বা ডিজার্টেশন বা হোম অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে৷ 

পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠকে ঠিক হয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্নাতক বা স্নাতকোত্তরের ফাইনাল ইয়ার সেমিস্টারের কোনও পরীক্ষা হবে না। ৬০-২০-২০ শতাংশ পদ্ধতিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। 

এছাড়া স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের টার্মিনাল সেমিস্টারেও কোনও লিখিত বা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে ইসি৷ প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বরের ২০ শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়ন হবে৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সর্বোচ্চ সিদ্ধান্তকারী সংস্থা হল ইসি৷

তবে যে সব বিভাগে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়ন সম্ভব নয়, সেখানে প্রজেক্ট ওয়ার্ক, ডিজার্টেশন বা হোম অ্যাসাইনমেন্টের  ভিত্তিতে পড়ুয়াদের নম্বর জমা দেবেন সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা। একইসঙ্গে বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, সার্টিফিকেট, বিদেশি এবং অন্যান্য ক্যাজুয়াল কোর্সের ক্ষেত্রে অনলাইন অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

স্নাতক বা স্নাতকোত্তরের ফাইনাল সেমিস্টারের ফলফল কবে প্রকাশিত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রতিটি বিভাগকে প্রজেক্ট বা ডিজার্টেশন বা হোম অ্যাসাইনমেন্টের মতো অনলাইন মূল্যায়নের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের তরফে এই নোটিশ জারি করার পর বিশ্বভারতীর স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতা সোমনাথ সাউ বলেন, ‘‘আমরা প্রথম থেকেই লিখিত পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে আসছি৷ মূল্যায়নের বিকল্প পথ বেছে নেওয়ার দাবি জানিয়েছি৷’’ তাঁর কথায়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশেষে যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তাতে তাঁরা খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *