সন্তানের হাতে বন্ধক তুলে দিতে দোকানে হাজির বাবা, তারপর…

ওয়াশিংটন: চমকে উঠেছিলেন বন্ধকীর দোকানের কর্মচারী। একজন এসে সোজা দোকানের কাউন্টারে তার বাচ্চাকে রেখে জানতে চেয়েছিল, তার দাম কত হবে। আমেরিকার ফ্লোরিডার ঘটনা। সেখানকার রিচার্ড স্লোকাম ফ্লোরিডার গাল্ফ কোস্টের ওই বন্ধকের দোকানে গিয়ে শিশুকে দেখিয়ে বলেছিলেন, আমার কাছে এটুকুই আছে। একে তেমন ব্যবহার করা হয়নি। সাড়ে সাতমাস বয়স। এর কত দাম হতে পারে বলে মনে

4be02db8652303663f0d061c19b72e62

সন্তানের হাতে বন্ধক তুলে দিতে দোকানে হাজির বাবা, তারপর…

ওয়াশিংটন: চমকে উঠেছিলেন বন্ধকীর দোকানের কর্মচারী। একজন এসে সোজা দোকানের কাউন্টারে তার বাচ্চাকে রেখে জানতে চেয়েছিল, তার দাম কত হবে। আমেরিকার ফ্লোরিডার ঘটনা।

সেখানকার রিচার্ড স্লোকাম ফ্লোরিডার গাল্ফ কোস্টের ওই বন্ধকের দোকানে গিয়ে শিশুকে দেখিয়ে বলেছিলেন, আমার কাছে এটুকুই আছে। একে তেমন ব্যবহার করা হয়নি। সাড়ে সাতমাস বয়স। এর কত দাম হতে পারে বলে মনে করেন। দোকানদার পুলিশে খবর দেন। রিচার্ড বলেন, তিনি ঠাট্টা করছিলেন। গোটা ঘটনা তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করতে চেয়েছিলেন। দোকানি তা মানতে রাজি হননি। তাঁর কথা, রিচার্ড বারবার বলছিলেন, একে বন্ধক রাখতে পারি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *