আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

কলকাতা: আজ বিকেলে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ বিকেল ৩.৩০টে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণাল করা হবে৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ফল ঘোষণার হওয়ার পর বিকেল চারটে থেকে সরকারি ওয়েবসাইটে ফল জানা যাবে৷

করোনা আবহে আজ অনলাইনে ফল প্রকাশ করা হলেও মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না৷ ৩১ জুলাই পর তা ধাপে ধাপে অভিভাবকদের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট পড়ুয়াদের কাছে পাঠানো হবে৷ যেহেতু এবার সব বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, মাঝপথে তিন দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে, ফলে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে আজ ফল প্রকাশ করা হলেও প্রকাশিত হবে না কোনও মেধাতালিকা৷

কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল দেখা যাবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in কিংবা wbresults.nic.in ওয়েবসাইটে WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করলে ফল দেখা যাবে৷ তবে, ফল দেখতে গেলে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন ও জন্ম তারিখ দিলে স্ক্রিনে আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট৷ সেই ফলাফল ডাউনলোড করা যেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fifteen =