ফের মোদির রাজ্য সফরে বদল, বিড়ম্বনায় বিজেপি

কলকাতা: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত পশ্চিমবঙ্গ সফর বদল৷ নয়া সূচি বলছে, আগামী ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ একই দিনে আসানসোল কিংবা দুর্গাপুরে সভা করবেন তিনি৷ পাশাপাশি ৮ ফেব্রুয়ারি শিলিগুড়িতে আসার কথা রয়েছে মোদির৷ এর আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, আগামী ২৮ জানুয়ারি মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে দলের হয়ে

ফের মোদির রাজ্য সফরে বদল, বিড়ম্বনায় বিজেপি

কলকাতা: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত পশ্চিমবঙ্গ সফর বদল৷ নয়া সূচি বলছে, আগামী ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ একই দিনে আসানসোল কিংবা দুর্গাপুরে সভা করবেন তিনি৷ পাশাপাশি ৮ ফেব্রুয়ারি শিলিগুড়িতে আসার কথা রয়েছে মোদির৷

এর আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, আগামী ২৮ জানুয়ারি মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে দলের হয়ে জনসভা করবেন প্রধামন্ত্রী। তারপরের মাসের ২ এবং ৮ তারিখ যথাক্রমে শিলিগুড়ি এবং আসানসোলে লোকসভা ভোটের প্রচার সারবেন তিনি। কিন্তু বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে পরিবর্তিত সূচি আসে। রাজ্য বিজেপির একাংশের দাবি, ভোটের বছর সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় না। রীতি অনুসারে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন বিদায়ী অর্থমন্ত্রী। কিন্তু দেশের বর্তমান অর্থমন্ত্রী চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে থাকায় ভোট অন অ্যাকাউন্ট নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে ব্যস্ত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। স্বভাবতই ২৮ তারিখ সেই কারণেই প্রধানমন্ত্রী নিজের প্রস্তাবিত বঙ্গ সফর বাতিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =