বর্ধিত স্কুল-ফি: কড়া নির্দেশ হাইকোর্টের, নয়া নির্দেশিকা রাজ্যের

বর্ধিত স্কুল-ফি: কড়া নির্দেশ হাইকোর্টের, নয়া নির্দেশিকা রাজ্যের

কলকাতা: করোনা মহামারীর আবহে একতরফা ফি বাড়িয়ে দিয়েছে বেশ কিছু বেসরকারি স্কুল৷ ফি বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন অভিভাবকদের একাংশ৷ অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে মামলা করেছিলেন অভিভাকদের একাংশ৷ আজ সেই মামলার পরিপ্রেক্ষিতে বেসরকারি স্কুলকে কড়া নির্দেশ পাঠাল কলকাতা হাইকোর্ট ও রাজ্য শিক্ষা দফতর৷

আজ কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, স্কুলে বেতনের ৮০% মেটাতে হবে অভিভাবকদের৷ সমস্ত পড়ুয়াদের জুলাই পর্যন্ত সমস্ত বকেয়া বেতনের ৮০% মেটাতে হবে অভিভাবকদের৷ একইসঙ্গে জানানো হয়েছে, অনলাইন ক্লাস ও পরীক্ষায় কোনও পড়ুয়াকে বঞ্চিত করা যাবে না৷  তা নিশ্চিত করতে হবে স্কুলকে৷ আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত সমস্ত ফি মেটাতে হবে৷ ৮০ শতাংশ ফি মেটাতে হবে অভিভাবকদের৷ আগস্টের দ্বিতীয় সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে৷ তার আগে ১১২টি স্কুলের থেকেও চাওয়া হয়েছে হলফনামা৷ জানতে চাওয়া হয়েছে, পড়ুয়াদের বেতনে আরও কি ছাড় দেওয়া সম্ভব? স্কুলে কর্মীরা বেতন পেয়েছেন কি না? ১১২টি স্কুলের থেকে বিস্তারিত তথ্য তলব করেছে হাইকোর্ট৷

অন্যদিকে, স্কুল ফি নিয়ে করা নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দফতর৷ কোন কোন ফি নেওয়া যাবে না, তার তালিকা তৈরি করে দিয়েছে সরকার৷ পরিবহণ, লাইব্রেরি, কম্পিউটার, ল্যাব ফি আপাতত নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে৷ আপাতত কোনও ফি বাড়ানো যাবে না বলেও নির্দেশিকা জারি করেছে রাজ্য৷ অনলাইনে কোন পড়ুয়াকে বাদ রাখা যাবে না বলেও বেসরকারি স্কুলগুলিকে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 17 =