BREAKING: মাধ্যমিকের খাতা রিভিউ-স্ক্রুটিনির নিয়ম বদল পর্ষদের, রেজিস্ট্রেশনেও বড় বদল

BREAKING: মাধ্যমিকের খাতা রিভিউ-স্ক্রুটিনির নিয়ম বদল পর্ষদের, রেজিস্ট্রেশনেও বড় বদল

060e1345c1ebbfef3056dff42315f128

 

 কলকাতা: ঢাকঢোল পিটিয়ে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ কিন্তু, ফল প্রকাশিত হলেও করোনা সংক্রণের কারণে স্কুলে যেতে নিষেধ করা হয়েছিল পড়ুয়াদের৷ স্কুলে যাওয়ার ছাড়পত্র না থাকায় উত্তরপত্র স্ক্রুটিনি করাতে পারেনি মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ স্কুলে না গেলে, ফর্ম জমা না দিলে কীভাবে পড়ুয়ারা স্ক্রুটিনি করবে? এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ স্ক্রুটিনি বিতর্ক বাড়তে থাকায়, অবশেষে নিজেদের আগের অবস্থান বদল করল মধ্যশিক্ষা পর্ষদ৷

দীর্ঘ বিতর্কের পর অবশেষে পিছু হটল মধ্যশিক্ষা পর্ষদ৷ মাধ্যমিকে খাতা রিভিউ করার নিয়ম বদল করল পর্ষদ৷ বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে, স্ক্রুটিনি-রিভিউ ফর্মে এখন থেকে অভিভাবকরা স্বাক্ষর করতে পারবেন৷ পড়ুয়াদের পরিবর্তে শুধুমাত্র অভিভাবকরা এই কাজ করতে পারবেন বলে খাতা মূল্যায়নের নীতি বদল করা হয়েছে৷ আজ পর্ষদের তরফে জানানো হয়েছে, করোনার কারণে মাধ্যমিকে রিভিউ-স্ক্রুটিনি নিয়ম বদল করা হচ্ছে৷ এতদিন রেজিস্ট্রেশন ফর্মে স্বাক্ষর করতেন পড়ুয়ারা৷ কিন্তু এখন থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশনে পড়ুয়াদের অভিভাবকরা স্বাক্ষর করবেন৷ একই সঙ্গে রিভিউ-স্ক্রুটিনি পিপিআর ফর্মে স্বাক্ষর করবেন অভিভাবকরা৷ আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে৷

d5eb90685db80b03b3704c86703fc03d

নিয়ম অনুযায়ী, যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর স্ক্রুটিনি করতে চায়, তাদের স্কুলে গিয়ে একটি ফর্ম জমা করতে হয়৷ অথচ এবছর স্কুলে যেতেই পারেনি তারা৷ তাই স্ক্রুটিনি করানোও সম্ভব হয়নি৷ এই সমস্যা সমাধানে একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দাবি তুলেছেন,  অভিভাবকরা জানতে চাইছেন এ বিষয়ে তাঁদের সন্তানদের হয়ে তাঁরা যদি ফর্ম জমা দেন, তাহলে তা কার্যকর করা হবে কি না! কিন্তু এ বিষয়ে পূর্বনির্ধারিত কোনও নির্দেশ না থাকায় স্কুলের শিক্ষকরা কোনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না৷ অবশেষে সেই নিময়ে বদল করা হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *