কলকাতা: করোনা আবহে বদলে গিয়েছে শিক্ষাব্যবস্থা৷ ভার্চুয়াল হচ্ছে ক্লাসরুম৷ প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে অনলাইন পঠন-পাঠনের অভ্যাস তৈরি করছে দেশের কয়েক কোটি পড়ুয়া৷ করোনা আবহে বদলে যাওয়া দেশের শিক্ষা ব্যবস্থা সঙ্গে সামঞ্জস্য রেখে এবার ১৯৮৫ সালের পর এই প্রথম ফিরতে চলেছে শিক্ষামন্ত্রক৷ এছাড়াও আজ দেশের নয়া শিক্ষা নীতি ঘোষণা করতে চলেছে কেন্দ্র৷
আরও পড়ুন- বদলে গেল বাইক চালানোর নিয়ম, জারি একগুচ্ছ নির্দেশিকা
ফের শিক্ষামন্ত্রক ফেরাতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ থাকছে না মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ ১৯৮৫ সালের পর এই প্রথম ফিরছে শিক্ষামন্ত্রক৷ রাজীব গান্ধীর আমলে তৈরি হয় প্রথম তৈরি হয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এবার রাজীব গান্ধীর আমলে চালু হওয়া মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাজ বন্ধ রেখে ফিরতে চলেছে শিক্ষামন্ত্রক৷
আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র
Ministry of Human Resource and Development (MHRD) renamed as Ministry of Education. The announcement to be made later today. pic.twitter.com/shM4QrDg6m
— ANI (@ANI) July 29, 2020