বজবজ শাখায় ৩৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণ

কলকাতা: ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের বাকি অংশ ভাঙার কাজের জন্য বজবজ লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল সূত্রের খবর, বালিগঞ্জ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে এক থেকে তিন নম্বর লাইনের উপরে থাকা ব্রিজের অংশটি ভাঙার কাজ হবে। তার জন্য ৩৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ব্লক শুরু হবে আগামীকাল রবিবার বিকেল ৫টা ৫

বজবজ শাখায় ৩৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণ

কলকাতা: ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের বাকি অংশ ভাঙার কাজের জন্য বজবজ লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল সূত্রের খবর, বালিগঞ্জ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে এক থেকে তিন নম্বর লাইনের উপরে থাকা ব্রিজের অংশটি ভাঙার কাজ হবে। তার জন্য ৩৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

ব্লক শুরু হবে আগামীকাল রবিবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে। ব্লক চলবে মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিট পর্যন্ত। এই কাজের জন্য সোমবার সবচেয়ে বেশি প্রভাব পড়বে ট্রেন পরিষেবায়। ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের দরুন ভোগান্তির আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। রেল কর্তৃপক্ষ এই ধরনের ব্লক সাধারণত শনি-রবিবার করে থাকে। কেন এবার সেই রেওয়াজে বদল হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =