গ্রাজুয়েশনে লিবারেল আর্টস নিয়ে পড়লে কি ধরনের চাকরি পাবেন, জেনে নিন

গ্রাজুয়েশনে লিবারেল আর্টস নিয়ে পড়লে কি ধরনের চাকরি পাবেন, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: লিবারেল আর্টস বর্তমানে ভারতের বিভিন্ন কোর্সগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বর্তমানে এই কোর্সের চাহিদার পিছনে অন্যতম উল্লেখযোগ্য কারণ হল এর একাধিক কেরিয়ার প্রদানের ক্ষমতা। লিবারেল আর্টস ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যত কেরিয়ারে অসাধারণ সফলতা প্রদানে সক্ষম।

ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টেও সাহায্য করে এই লিবারেল আর্টস স্টাডিস। এর পাশাপাশি এর আরেকটি দিক হল লিবারেল আর্টসের মধ্যে একাধিক বিষয়ের পাঠ। এর মধ্যে ইতিহাস, সাহিত্য, দর্শন, সমাজবিজ্ঞান, সাইকোলজি, ক্রিয়েটিভ আর্ট ইত্যাদির মতো বিষয় গুলি পড়ানো হয়। যেহেতু এই লিবারেল আর্টস এ একাধিক বিষয় পড়ানো হয়, তাই ছাত্রছাত্রীদের সকল বিষয়ে পারদর্শী হয়ে ওঠার পাশাপাশি তাদের কমিউনিকেশন বা কথোপকথন স্কিল বাড়াতে সাহায্য করে। লিবারেল আর্টস সর্বপরি ছাত্রছাত্রীদের স্বাধীন ভাবে ভাবতে এবং কথা বলতে সাহায্য করে।

লিবারেল আর্টস এর কেরিয়ার অফার হিসাবে যে যে বিষয় ছাত্রছাত্রীদের সামনে এনে দেয় সেগুলি হল- অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, অর্থনীতি গবেষনা, ডিজাইনিং, সাংবাদিকতা, পাবলিশিং, কর্পোরেট কমিউনিকেশন, মার্কেটিং, কপি রাইটার, মনতত্ব এবং সোশ্যাল ওয়ার্ক।

বেনেট বিশ্ববিদ্যালয় এই সকল ১১টি কোর্স অফার করে থাকে, এর মধ্যে কোনও একটিকে ছাত্রছাত্রী বেছে নিয়ে এগোতে পারে। এই বিশেষত্বই ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে লিবারেল আর্টস এ বেনেট বিশ্ববিদ্যালয়'কে আলাদা পরিচিতি দান করে। এখানে ছাত্রছাত্রীরা মেজর বিষয় হিসাবে সাইকোলজি, দর্শন, বিজনেজ স্টাডিজ, মার্কেটিং, সাংবাদিকতা, অ্যাডভার্টাইজিং ও পাবলিক রিলেশন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইংরাজি সাহিত্য, কপিউটার অ্যাপ্লিকেশন এবং অর্থ গবেষণা এগুলির মধ্যে যেকোনও কিছুকে বেছে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =