UGC-র সুপ্রিম মামলায় আরও অনিশ্চিত চূড়ান্ত বর্ষের ফলপ্রকাশ​​​

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি ‘কোর্স সমাপ্তির শংসাপত্র’ দেওয়া হয়েছে। অস্থায়ী একটি ফলাফলও প্রকাশ করা হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কলকাতার একমাত্র বিশ্ববিদ্যালয় যা সময়ের সাথে সাথে স্নাতকস্তরের সমস্ত বিভাগের চূড়ান্ত সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে পেরেছে।

 

নয়াদিল্লি: সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত পরীক্ষা নিতে হবে, ইউজিসি’র এই নয়া গাইডলাইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্যের তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। আগামী ৩১ জুলাই এই সংক্রান্ত মামলার শুনানি৷  তবে এই শুনানির অপেক্ষায় পিছিয়ে যেতে চলেছে স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ৷

আরও পড়ুন- ১০ হাজার শিক্ষককে পিওন-রাঁধুনি-সাফাইকর্মী পদে চাকরি দিচ্ছে সরকার

পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা বিভাগের পরামর্শ অনুসারে বেশ কয়েকটি রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৩১ জুলাইয়ের সময়সীমার মধ্যে বিএ, বিএসসি ফাইনাল ইয়ার, বিকম টার্মিনাল সেমিস্টার এবং পিজির ফাইনাল সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে পারবে না বলে মনে করা হচ্ছে৷ শীর্ষ আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি টার্মিনাল সেমিস্টারের নির্দেশিকা নিয়ে ৩১ জুলাই সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় রয়েছে৷

আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

বুধবার লেডি ব্র্যাবোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার টাইমস অফ ইন্ডিয়াকে জানান, স্নাতক পরীক্ষার ক্ষেত্রে কলেজের পক্ষ থেকে অভ্যন্তরীণ মূল্যায়ন হিসাবে ২০% নম্বর ১০ জুলাইয়ের মধ্যেই জমা করা হয়েছে। তিনি বলেন, সাধারণত কোনও শিক্ষক কলেজগুলি পরিদর্শননে যান এবং এরপর নম্বরগুলি যাচাই করে দেখেন৷ যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, কলেজ অনুমোদিত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে যান এবং ইউজির ফলাফল সংগ্রহ করেন৷ এই বছর, এখনও এই ধরণের কোনও তথ্য আসেনি বলেও জানিছেন তিনি৷

আরও পড়ুন- সুখবর! PSC ক্লার্ক পরীক্ষার ফল প্রকাশ, পার্ট টু’র দিনক্ষণ ঘোষণা কমিশনের

বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ তপন পোদ্দার জানান, তাঁরা ইউজির চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশের তথ্যের অপেক্ষায় আছেন৷ শুক্রবার শীর্ষ আদালতের শুনানির কথা মাথায় রেখেই ফল প্রকাশ ধীরগতিতে চলছে বলেও জানিয়েছেন তিনি৷ সূত্রের খবর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নম্বর যাচাইকরণ চলছে৷ একজন শিক্ষকের কথায়, ‘‘আমরা ইউজির ফলাফল প্রকাশের তারিখগুলি জানি না৷’’ এদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এক প্রবীণ কর্মকর্তা বলেন, শেষ ইউজিসির বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এবং এবিষয়ে রাজ্যের পরামর্শ পরস্পরবিরোধী৷ বিষয়টি বিচারাধীন হওয়ায় আমরা এই মুহূর্তে ফলাফল প্রকাশ করতে চাই না৷

আরও পড়ুন- কেন্দ্রের নয়া শিক্ষানীতিকে ‘কালা কানুন’, ‘অগণতান্ত্রিক’ বলছে শিক্ষা সমাজ

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি ‘কোর্স সমাপ্তির শংসাপত্র’ দেওয়া হয়েছে৷ অস্থায়ী একটি ফলাফলও প্রকাশ করা হয়েছে। হিউম্যানিটিজ অ্যান্ড সাইন্স ফ্যাকাল্টিরা টার্মিনাল সেমিস্টারের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন একজন ফ্যাকাল্টি মেম্বার৷ অন্যদিকে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কলকাতার একমাত্র বিশ্ববিদ্যালয় যা সময়ের সঙ্গে স্নাতকস্তরের সমস্ত বিভাগের চূড়ান্ত সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে পেরেছে৷ সেদিক থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইউজি ও পিজি শিক্ষার্থীদের ভাগ্যও এখন শীর্ষ আদালতের রায়ের উপর নির্ভর করছে৷

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =