BREAKING: হতে পারে কলেজ পরীক্ষা, আরও পিছল UGC-র সুপ্রিম মামলার শুনানি

সলিসিটার জেনারেল, তুষার মেহতা বলেন, “শিক্ষার্থীদের প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত এবং  আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে বলে পরীক্ষা স্থগিত করা হবে কারো এমন ধারণা থাকা উচিত নয়।”

 

নয়াদিল্লি: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতমূলক। ইউজিসি'র এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে করা আবেদন সংক্রান্ত শুনানির দিন পিছিয়ে গেল আগামী ১০ আগস্ট পর্যন্ত৷ গত ৬ জুলাই জারি করা এই নির্দেশিকার বিরুদ্ধে আবেদনের শুনানি হওয়ার কথা ছিল আজ৷

আরও পড়ুন- ১০ হাজার শিক্ষককে পিওন-রাঁধুনি-সাফাইকর্মী পদে চাকরি দিচ্ছে সরকার

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।  ৭ আগস্টের মধ্যে হলফনামাগুলি জমা দিতে হবে এবং এর একদিন পরেই প্রত্যুত্তর জমা দিতে হবে৷ যদিও আসাম ও বিহারের 'মারাত্মক বন্যার' কথা মাথায় রেখে এদিনের শুনানিতে নির্দেশিকা প্রত্যাহারের জন্য ৩১ জন শিক্ষার্থীর পক্ষ থেকে চাপ দিতে থাকেন বিচারপতি অলোক শ্রীবাস্তব তবে বিচারপতি অশোক ভূষণ জানিয়েছেন যে এই পর্যায়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ পাস করা যাবে না৷

আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

এদিকে এদিন ইউজিসির পক্ষে বিচারপতিদের বক্তব্য অন্য ইঙ্গিত দিয়েছে। সলিসিটার জেনারেল, তুষার মেহতা বলেন, ‘‘শিক্ষার্থীদের প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত এবং আদালত এই নির্দেশিকায় স্থগিতাদেশ দিতে পারে এমন ধারণা থাকা উচিত নয়। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে বলে পরীক্ষা স্থগিত করা হবে কারো এমন ধারণা থাকা উচিত নয়৷’’ এবিষয়ে মহারাষ্ট্র এবং দিল্লির সরকারকেও রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দাখিল  করার  নির্দেশ দিয়েছে আদালত৷

আরও পড়ুন- UGC-র সুপ্রিম মামলায় আরও অনিশ্চিত চূড়ান্ত বর্ষের ফলপ্রকাশ​​​

শুনানিতে আবেদনকারী পক্ষের এক শীর্ষ বিচারপতি ডঃ এএম সিংভি ইউজিসির এ নির্দেশিকাকে অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেছেন। বিশেষত, করোনা পরিস্থিতিতে যেখানে বহু কলেজে অনলাইন  পরীক্ষা নেওয়ার পরিকাঠামো পর্যন্ত নেই সেই বিষয়ে চিন্তাভাবনা করা উচিত ছিল। পাশাপাশি তিনি আরো বলেন, ‘‘পরীক্ষা বাতিল হলে আকাশ ভেঙে পড়বে না৷’’ এব্যাপারে তিনি বার কাউন্সিলের অফ ইন্ডিয়ার, অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পিছিয়ে যাওয়ার  উদাহরণও তুলে ধরেন।

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 12 =