OMG! কানের ভিতর জাল বাঁধল মাকড়সা! তারপর…

চিন : কানের ভিতর অস্বাভাবিক চুলকানি এবং অস্বস্তি নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিল ২০ বছরের লি। চিনের জিয়াংশু প্রদেশের ইয়াংঝাউ শহরের বাসিন্দার কান পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ ডাক্তারদের। ওই যুবকের কানে কোনও রোগ বাসা বাঁধেনি, বরং আস্ত এক মাকড়সা বাসা বেঁধেছে। চিনের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর। পাশাপাশি ইউটিউবেও ওই মাকড়সার ভিডিও আপলোড হয়েছে।

OMG! কানের ভিতর জাল বাঁধল মাকড়সা! তারপর…

চিন : কানের ভিতর অস্বাভাবিক চুলকানি এবং অস্বস্তি নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিল ২০ বছরের লি। চিনের জিয়াংশু প্রদেশের ইয়াংঝাউ শহরের বাসিন্দার কান পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ ডাক্তারদের। ওই যুবকের কানে কোনও রোগ বাসা বাঁধেনি, বরং আস্ত এক মাকড়সা বাসা বেঁধেছে। চিনের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর। পাশাপাশি ইউটিউবেও ওই মাকড়সার ভিডিও আপলোড হয়েছে।

ইয়াংঝাউ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক প্রথমে ধরতেই পারেননি আসল সমস্যা কোথায়। ইএনটি বিশেষজ্ঞরা পরে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পান লি-এর কানের ভিতর বাসা বেঁধেছে এক মাকড়সা, এমনকি সে নিশ্চিন্তে জাল বুনে চলেছে সেখানে। তবে চিকিৎসকেরা ওই যুবকের কানের ভিতর স্যালাইন জল ঢুকিয়ে দিয়ে মাকড়সাটিকে বের করতে সমর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =