প্রজাতন্ত্র দিবসের সংবিধানকে রক্ষার বার্তা মমতার

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উঠে এল বাংলার সংস্কৃতি৷ সারা দেশের মত বাংলাতেও পালিত ৭০তম প্রজাতন্ত্র দিবস৷ রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে এই দিবস পালন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল৷ এদিন সোশ্যাল মিডিয়া মাধ্যমে সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ তিনি লেখেন, “আজ প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা

প্রজাতন্ত্র দিবসের সংবিধানকে রক্ষার বার্তা মমতার

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উঠে এল বাংলার সংস্কৃতি৷ সারা দেশের মত বাংলাতেও পালিত ৭০তম প্রজাতন্ত্র দিবস৷ রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে এই দিবস পালন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল৷

এদিন সোশ্যাল মিডিয়া মাধ্যমে সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ তিনি লেখেন, “আজ প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ নিই আমাদের সংবিধানকে রক্ষা করার ও প্রস্তাবনায় উল্লিখিত নীতিগুলিকে – সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভাতৃত্ববোধ – মেনে চলি।” এদিন রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফুটে ওঠে রাজ্যের সাংস্কৃতিক আঙ্গিক৷ ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল৷ কুচকাওয়াজে অংশ নেন রাজ্য প্রশাসনের কর্তারাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =