কলকাতা: দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘিরেও বিতর্ক। প্রথম পছন্দের জায়গা গান্ধি ময়দানের অনুমতি মিলল না। পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপি নেতৃত্বের। ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু প্রধানমন্ত্রীর সভার জন্য পছন্দ মত জায়গা পেল না পদ্ম শিবির।
দলের ইচ্ছে ছিল রাজীব গান্ধি মেলা ময়দানে মোদির সভা করার। কিন্তু সেখানে আগে থেকেই অনুমতি রয়েছে একটি ধর্মীয় অনুষ্ঠানের। ফলে গান্ধি ময়দানে সভার অনুমতি মেলেনি। সভার বিকল্পস্থল ঠিক করতে শনিবার দুর্গাপুরে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। ঠিক হয়, নেহরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী।
কিন্তু প্রশাসন সেখানকার অনুমতিও এখনও দেয়নি বলে অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর। বিতর্কের শেষ এখানেই নয়। নেহরু স্টেডিয়ামে লোক ধরে ৮০ থেকে ৮৫ হাজার। কিন্তু রাজীব গান্ধি মেলা ময়দানে প্রায় ৩ লক্ষ লোক ধরে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাঁদের গান্ধি ময়দানের অনুমতি দেয়নি প্রশাসন। ফলে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল নিয়েও শাসক-বিরোধী তরজা তুঙ্গে।