জীবন চলে গেলেও ভোট চাই আমার: অনুব্রত

ইলামবাজার: ‘জীবন চলে যাবে তবু ভোট চাই৷’ ফের এই ভাষাতেই দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ রবিবার ইলামবাজারে ফুটবল মাঠে তৃণমুলের ব্লক ভিত্তিক সভায় ছিল৷ সভায় উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ছাড়াও শ্রম মন্ত্রী মলয় ঘটক, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ৷ পাঁচনের দাওয়াইকে স্মরণীয় করে

0815b4f271884b62ca4b4a7c68c5f8ac

জীবন চলে গেলেও ভোট চাই আমার: অনুব্রত

ইলামবাজার: ‘জীবন চলে যাবে তবু ভোট চাই৷’ ফের এই ভাষাতেই দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ রবিবার ইলামবাজারে ফুটবল মাঠে তৃণমুলের ব্লক ভিত্তিক সভায় ছিল৷ সভায় উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ছাড়াও শ্রম মন্ত্রী মলয় ঘটক, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ৷

পাঁচনের দাওয়াইকে স্মরণীয় করে রাখতে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব ঘটা করে সভায় অনুব্রত মণ্ডলের হাতে রূপোর একটি পাঁচন তুলে দেন৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘যা বলবেন করে দেব৷ আপনাদেরও কিন্তু আমাদের কথা শুনতে হবে৷’’ এদিনের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রতি বুথ থেকে ভোটের টার্গেট বেঁধে দেন৷ তাতে যদি প্রাণহীনও হয়, তবুও ভোট চাই এমনই ইঙ্গিত দিলেন কেষ্ট৷

তিনি বলেন, “প্রত্যেক বুথে যেন ৭০০ করে লিড থাকে৷ ১৩৭ টা বুথ আছে৷ ৭ টায় হেরে আছি৷ ভাল রেজাল্ট, খারাপ নয়৷ বিধানসভায় আপনারা ৪৯ হাজার লিড দিয়েছিলেন৷ এবার (লোকসভায়) ৭০ হাজার পারবেন না?’’ এরপরই কেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য, “জীবন চলে যাবে তবু ভোট চাই৷” যদিও প্রকাশ্য সভা থেকে এহেন বিস্ফোরক মন্তব্য পর কেষ্ট মণ্ডল পরে বলেন,” আমি বলতে চেয়েছি ভোটের সময় কেউ অসুস্থ থাকলেও তাঁকে ভোট কেন্দ্রে নিযে যেতে হবে কর্মীদের৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *