আগামী মাস থেকে ধাপে-ধাপে খুলতে পারে স্কুল-কলেজ! রূপরেখা তৈরির পথে কেন্দ্র

আগামী মাস থেকে ধাপে-ধাপে খুলতে পারে স্কুল-কলেজ! রূপরেখা তৈরির পথে কেন্দ্র

be74056ba9495390bb9a48e3dc385c41

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দেশে ২৪ ঘণ্টায় সর্বাধিক ৬২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই করোনা মহামারীর মধ্যেই দেশে ধীরে ধীরে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চাইছে কেন্দ্র৷ আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে ধাপে ধাপে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷

সূত্রের খবর, করোনা ম্যানেজমেন্টে কেন্দ্রীয়মন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে৷ সেই কেন্দ্রীয় মন্ত্রীদের সচিবরা এই বিষয়ে আলোচনা শুরু করেছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষে আনলকের চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে বিভিন্ন রাজ্যে৷ তারপর স্কুল খোলার বিষয়ে কেন্দ্রের তরফে সিদ্ধান্ত জানানো হবে৷ তবে এই বিষয়ে রাজ্য সরকারের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে পারে কেন্দ্র৷ রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে ও কখন স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। কীভাবে পড়ুয়াদের উপস্থিতি নির্ধারিত করা হবে৷

তবে জুলাইয়ে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, অভিভাবকরা এখনই চাইছে না স্কুল খুলুক৷  তবে জানা গিয়েছে, স্কুল খোলার বিষয়ে আর্জি জানিয়েছে বিভিন্ন রাজ্য৷ তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন স্কুল বন্ধের কারণে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা বিপাকে পড়ছে৷ ফলে, ধাপে ধাপে স্কুল কলেজ খোলা হোক বলেও কোথাও কোথাও উঠেছে দাবি৷ স্কুলে দুই থেকে তিন ঘণ্টার বেশি ক্লাস নেওয়ারও ভাবনা রয়েছে কেন্দ্রের৷ কোনও শ্রেণির অর্ধেক পড়ুয়া সপ্তাহের তিন দিন এলে, বাকি অর্ধেক পড়ুয়া বাকি তিন দিন আনা নিয়েও চলছে ভাবনা৷ তবে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের এখনই ডাকতে আগ্রহী নয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের মতে প্রথম ধাপে দশম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে৷ পরের ধাপে ষষ্ঠ শ্রেণি থেকে পড়ুয়ারা স্কুলে আসতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *