আরও বাড়ছে শূন্যপদ! শিক্ষক নিয়োগে জট কাটাতে হাইকোর্টের SSC

আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। ১৯,৩৪০ টি পদ ফাঁকা রয়েছে। এর ফলে উচ্চ প্রাথমিক স্কুলগুলি বিপাকে পড়ছে। শিক্ষক সঙ্কট কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশ

 

কলকাতা: আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। ১৯,৩৪০ টি পদ ফাঁকা রয়েছে। এর ফলে উচ্চ প্রাথমিক স্কুলগুলি বিপাকে পড়ছে। শিক্ষক সঙ্কট কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন।

 আরও  পড়ুন-‘চোখের খিদে মেটাতে হট ছবি পাঠাও’! বাম নেতার কুকীর্তির পর্দাফাঁস তিন তরুণীর

 
মঙ্গলবার দুপুরে ই-মেল করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের কাছে দ্রুত শুনানির আবেদন করেছে কমিশন।হাইকোর্ট দুবার শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। যার ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। ২০১৬ সালের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৪ সালে ১৪,৩৩৯টি শূন্যপদ ছিল।

অন্য দিকে, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের মক্কেলের করা মামলার সঙ্গে মূল মামলা যুক্ত। তাই ২০১৯ সালের ১ অক্টোবর থেকে সেই সামলার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, ৭ অগস্ট বিচারপতি মৌসুমি ভট্টাচর্য কমিশনের দ্রুত শুনানির আর্জিকে কোনও মান্যতা দেয়নি। পরবর্তী শুনানি কবে, তা এখনও জানানো যায়নি। ৭ অগস্টের নির্দেশের ওপর এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে কমিশন। আইনজীবীরা জানিয়েছেন, এই নিয়োগে প্রচুর অনিয়ম রয়েছে। তাই গোটা প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। 

আরও পড়ুন- করোনায় মৃত ‘প্রদীপ ডাক্তারে’র বিল ১৮ থেকে ৩.৬০ লক্ষ টাকা‍ কমালো মেডিকা

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগকে ঘিরে প্রচুর মামলা হয়েছে। এখনও ১,৯৭৯টি পৃথক পৃথক মামলা বিচারাধীন। ২০১৬ সালে যে পরিমাণ ফাঁকা পদ ছিল, এখন তার সংখ্যাটা বেড়েছে। প্রায় ৫০০১টি শূন্যপদ বেড়েছে। অন্যদিকে, এসএসসি নতুন করে কোনও প্রক্রিয়া শুরু করতে পারছে না। এসএসসির নিয়ম অনুযায়ী একটি প্রক্রিয়া শেষ না করে নতুন কোনও প্রক্রিয়া শুরু করা যাবে না।

গত ১৬ আগস্ট শূন্যপদের সংখ্যা ঘোষণা করে কমিশন৷ সেখানে সাফ উল্লেখ করা হয়, ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগ হবে৷ এরপর গত ১১ নভেম্বর (Memo No.১১২৭/৬৭২৩/CSSC/ESTT/২০১৯) বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘সম্ভাব্য’ শূন্যপদের তালিকা ঘোষণা কর হয়৷ আইনগত কারণে বিজ্ঞপ্তি জারি করে ‘সম্ভাব্য’ শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, পার্শ্বশিক্ষকদের ১০ শতাংশ সংরক্ষণ বাদে ‘সম্ভাব্য’ শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৮৮টি৷ ‘সম্ভাব্য’ মোট শূন্যপদ ১৪ হাজার ৩৩৯টি৷ এবার সেই শূন্যপদ বাড়িয়ে ১৯,৩৪০টি পদে নিয়োগের আর্জি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + three =