চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি, সুপ্রিম হলফনামা কেন্দ্রের

চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি, সুপ্রিম হলফনামা কেন্দ্রের

নয়াদিল্লি: চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার জন্য এবার দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে খোলার অনুমতি দিল কেন্দ্র৷ তবে নিয়ন্ত্রিতভাবে বিশ্ববিদ্যালয়গুলি খোলা অনুমোদ দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

শীর্ষ আদালতে হলফনামা পেশ করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বর্ষের পরীক্ষার নেওয়ার জন্য বড় সংখ্যক পড়ুয়াদের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ হলফনামায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিংসেন্টারগুলি বন্ধ রাখার প্রয়োজনীয়তা থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা আয়োজনের জন্য নিয়ন্ত্রিতভাবে বিশ্ববিদ্যালয়কে ছাড় দেওয়া হচ্ছে৷

দেশের শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার বিষয়ে নিজেদের অনড় অবস্থান কার্যত স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র৷ হলফনামায় সাফ উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের আগে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া মেটাতে সমস্ত প্রস্তুতি চলছে৷ কোনও কারণে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবেন না, তাঁদের জন্য পরে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে৷ করোনা আবহে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের সমস্যা এড়াতে অনলাইন ও অফলাইন এবং দু’টি পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে৷

চূড়ান্ত বর্ষে পরীক্ষা না নেওয়ার বিষয়ে যে সমস্ত রাজ্য আপত্তি তুলছে, তাদের বিরুদ্ধেও হলফনামায় তোলা হয়েছে গুচ্ছ প্রশ্ন৷ ইউজিসির দাবি, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী গত ৬ মে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ ১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়৷ পরে সেই সিদ্ধান্ত বদল করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷ পরীক্ষা নেওয়ার নির্দেশের বিরুদ্ধে দায়ের শীর্ষ আদালতে চলেছে মামলা৷ করোনা আবহে পরীক্ষা নেওয়া সম্ভব? গত সপ্তাহে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল আদাল৷ বৃহস্পতিবার সেই মামলার হলফনামা পেশ করেছে কেন্দ্র৷ আগেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ইউজিসির নির্দেশ লঙ্ঘন করতে পারে না কোনও রাজ্য সরকার৷ পরীক্ষা না হলে ডিগ্রি দেওয়া হবে না বলেও শীর্ষ আদালতে সওয়াল করেছিল কেন্দ্র৷ এবার কেন্দ্রের নয়া অবস্থান ঘিরে নতুন করে তৈরি হয়েছে পরীক্ষা-চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =