জাতীয় শিক্ষানীতি: ৪০টি আপত্তি জানিয়ে পার্থকে ৭৬ পাতার রিপোর্ট কমিটির

জাতীয় শিক্ষানীতি: ৪০টি আপত্তি জানিয়ে পার্থকে ৭৬ পাতার রিপোর্ট কমিটির

 

কলকাতা: জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে দীর্ঘ রিপোর্ট পেশ করল ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি৷ জাতীয় শিক্ষানীতিতে অন্ততপক্ষে ৪০টি বিষয়ে আপত্তি তুলে রাজ্য সরকারের কাছে ৭৬ পাতার রিপোর্ট পাঠিয়েছে কমিটি৷ কেন্দ্রের শিক্ষানীতিতে বাংলা ভাষাকে গুরুত্ব-সহ একগুচ্ছ বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ অবিলম্বে জাতীয় শিক্ষানীতে বেশ কিছু পরিবর্তন আনারও সুপারিশ করা হয়েছে৷ স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ে ২০টি করে আপত্তির কথা রিপোর্টে তুলে ধরা হয়েছে বলে খবর৷ শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট পেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের নিজেদের অবস্থান তুলে ধরতে পারে বলে খবর৷

ঠিক কোন কোন বিষয়ে আপত্তির কথা তুলে ধরা হয়েছে? রিপোর্টে উল্লেখ,  কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি তৈরি করেছে তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলেও জানানো হয়েছে৷ কারণ শিক্ষা কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত৷ একই সঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে, শিক্ষানীতিতে অবিলম্বে বেশ কিছু পরিবর্তন এনে তা প্রয়োগ করা উচিত৷ স্কুল স্তরে একাধিক আপত্তিকর তোলা হয়েছে৷ জাতীয় শিক্ষানীতিতে বাংলার অবস্থান কী, তা পরিষ্কার করা হয়নি বলেও তোলা হয়েছে প্রশ্ন৷ এই বিষয়টি পরিষ্কার করতে হবে বলে জানানো হয়েছে রিপোর্টে৷ বোর্ড পরীক্ষার তুলে দেওয়ার পাশাপাশি মাধ্যমিকে সেমিস্টার নেওয়ার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে৷ দু’টির মধ্যে কোনটি কার্যকর হবে, হলে কীভাবে? তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন৷ বিজ্ঞান, কলা ও বাণিজ্য শাখা ভেঙে দেওয়ার ব্যবস্থা নিয়েও হয়েছে প্রশ্ন৷ বোর্ডের স্বশাসন নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কয়েকটি আপত্তিকর তোলা হয়েছে৷ ২০টি বিষয় চিহ্নিত করা হয়েছে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে৷ স্নাতক স্তরে প্রতিবছর কোথাও ডিপ্লোমা, সার্টিফিকেট দেওয়া হবে জানানো হয়েছে৷ সেই নীতি আদতে মার্কিন নীতিকে অনুকরণ করা হয়েছে৷ প্রতিবছর সার্টিফিকেট দেওয়ার বিষয়টি ভারতের মতো দেশে কীভাবে কার্যকর করা যাবে, তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন৷ গবেষণার বিষয়টি কেন্দ্রীয় সংস্থা নিয়ন্ত্রণ করবে, সেটা কি করে সম্ভব? ছাড়াও প্রশ্ন তোলা হয়েছে টাকাকে যোগান নিয়েও৷ এই নীতি কার্যকর হলে রাজ্য সরকার টাকা ব্যয় করবে, নাকি কেন্দ্র দেবে? এই নিয়েও তোলা হয়েছে প্রশ্ন৷

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বেশ কয়েকটি রাজ্য৷ এবার সেই বিতর্কের আবহে রাজ্য সরকারের গঠিত ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট জমা দিয়েছে শিক্ষামন্ত্রকে৷ সেই রিপোর্টের ভিত্তিতে শিক্ষা মন্ত্রী মুখ্যমন্ত্রী আলোচনা করে সরকারের অবস্থান কেন্দ্র সরকারকে জানানো হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =