কলকাতা: কতগুলি ক্লাবকে অনুদান দিয়েছে রাজ্য সরকার? সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ৪৩ হাজার ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে৷’’ এদিন পুজো কমিটিগুলিকে আয়কর দপ্তরের নোটিস প্রসঙ্গ তুলে ক্লাবগুলির পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘ক্লাবগুলি সমাজ গঠনে বড় ভূমিকা নেন৷’’
ক্লবগুলির পাশে দাঁড়ানোর পাশাপাশি এদিন নয়া প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘ক্লাবের পর এবার কোচিং সেন্টারেও অনুদান দেওয়া হবে৷ ২২১টি কোচিং সেন্টারকে এই অনুদান দেওয়া হবে৷ মনে রাখতে হবে, এই কোচিং সেন্টার থেকে অনেক প্রতিভার জন্ম নেয়৷ তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য৷’’ এদিন ছিল নেতাজি ইন্ডোরে চলছে খেলাশ্রী পুরস্কার প্রদান অনুষ্ঠান৷
রাজ্যে ক্ষমতায় আসার পরে ক্লাব এবং সামাজিক সংগঠনকে অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সংকট এড়িয়েই ২০১৭ সালের গোড়া থেকে এই অর্থ বিলি শুরু করে রাজ্য সরকার৷
বিস্তারিত আসছে…