BREAKING: কলেজ-পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা রাজ্যের, বাড়ি বসে পরীক্ষার সুযোগ

BREAKING: কলেজ-পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা রাজ্যের, বাড়ি বসে পরীক্ষার সুযোগ

fae3f29bb54a56b1d524699d0bfcdb14

কলকাতা: করোনা আবহে কীভাবে হবে পরীক্ষা? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য ৷ কী ভাবে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ভর করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের উপর৷ তবে, কলেজে গিয়ে পরীক্ষা নেওয়ার কোন ব্যবস্থা রাখা হচ্ছে না৷ অনলাইন ও অফলাইনে হবে পরীক্ষা৷ প্রয়োজনে বই দেখে লিখতে পারবেন পড়ুয়ারা৷

অক্টোবরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে   চূড়ান্ত বর্ষের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।  আগামী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে ফাইনাল ইয়ারের সমস্ত পরীক্ষা নেওয়া হবে৷ ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত ফল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ আজ শিক্ষামন্ত্রী ও উপাচার্যদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত বদল করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। তবে, যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পরীক্ষা না নিয়ে ফল প্রকাশ করে দিয়েছে, সেখানেও নতুন করে পরীক্ষা  নেওয়ার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে, বাকি কলেজ-বিশ্ববিদ্যালয়ে কী ভাবে পরীক্ষা নেওয়া হবে, সেই নিয়ে গোটা বিষয়টি কলেজের উপর ছাড়া হয়েছে৷

আজ শিক্ষামন্ত্রী সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বৈঠক করেন৷ জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে৷ ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশ করতে হবে৷ কলেজে এসে কোন পরীক্ষা নেওয়া যাবে না বলেও সরকারের তরফে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে৷ পরীক্ষা হবে অনলাইনে এবং অফলাইনে৷ বাড়িতে বসেও দেওয়া যাবে পরীক্ষা৷ সুযোগ থাকলে বই দেখে লেখা যাবে৷ তবে কলেজে গিয়ে সশরীরে পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষার্থীরা৷

রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তারকা জানিয়ে দেয়া হয়েছে, যে পদ্ধতিতে তারা পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করেছে,  তা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে নয়।ইউজিসির সার্কুলারের পরিপন্থী নয় বলেও জানানো হয়েছে। প্রেসিডেন্সি ও ম্যাকাও বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, তারা নতুন করে আর পরীক্ষা নেবে না। পুরোনো ফলাফল বহাল থাকবে।তবে যেসমস্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নানিয়া ফল প্রকাশ করেছে যেমন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, পড়ুয়াদের স্বার্থের কথা বিবেচনা করে নতুন করে কলেজে পরীক্ষা নেওয়ার জন্য আরো একমাস সময় অতিরিক্ত চেয়ে নিয়েছে। এই একমাস সময়ের পর নতুন করে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সমস্ত সিদ্ধান্ত বাতিল করে নতুন ভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *