পাকিস্থান : পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা খুবই শোচনীয়, এমনই রিপোর্ট জমা পড়ল ইউরোপিয়ন ইউনিয়ন পার্লামেন্টে। ‘পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু’ নামে ওই রিপোর্টে বলা হয়েছে এশিয়া মহাদেশের পাকিস্তানে মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যাগুরু।
কিন্তু সেই দেশের সরকার সংখ্যালঘুদের উপযুক্ত সুরক্ষা দিতে ব্যর্থ বলেই উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি সংখ্যালঘু মহিলারাই বেশি মাত্রায় প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার হচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।
পাকিস্তানে মূলত হিন্দু, শিখ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যালঘু। তারা যথেষ্ট ভয়েই দিনযাপন করছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। তাদের সঙ্গে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই রিপোর্ট পাওয়ার পরই নড়েচড়ে বসে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। তারা পাক সরকারকে আবেদন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার।