কলকাতা: কড়া নিরাপত্তায় আজ, বুধবার রেড রোড কাণ্ডের রায় ঘোষণা হবে৷ কলকাতা নগর দায়রা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক ডঃ মৌমিতা ভট্টাচার্য এর এজলাসে ওই রায় ঘোষণা হবে৷ এই মামলায় অভিযুক্তের সংখ্যা চার৷ এর মধ্যে একজন আছেন জেল হেফাজতে৷ বাকি তিনজন আছেন জামিনে৷ মামলায় সাক্ষীর সংখ্যা ছিল ৫১ জন৷ গত ১৮ জানুয়ারি এই মামলার শুনানি শেষ হয়৷ এরপরই বিচারক রায়দানের দিন ধার্য করেন৷
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি সকালে রেড রোডে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের মহড়া চলাকালে এক বায়ুসেনার ফৌজি গাড়ি দুর্ঘটনায় মারা যান। সেই ঘটনায় শহর জুড়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। প্রথমে মামলার তদন্ত শুরু করে ময়দান থানা। পরে তদন্তভার গ্রহণ করে কলকাতা গোয়েন্দা পুলিসের হোমিসাইড শাখা। সরকারি আইনজীবী জানান, জেল হেফাজতে থাকা মূল অভিযুক্তের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং মোটর ভেহিকেলসের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আর বাকি তিনজনের বিরুদ্ধে মূল অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়। পরবর্তী সময় ওই ধারায় চার্জ গঠন করে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া৷