অফিস টাইমে SDF বিল্ডিয়ে আগুন, চূড়ান্ত আতঙ্ক

কলকাতা: ফের শহরে আগুন৷ এবার ঘটনাস্থল স্টললেক৷ আজ ১০টা নাগাদ SDF বিল্ডিংয়ের চারতলে আগুন দেখা যায়৷ মুহূর্তে তৈরি হয় আতঙ্ক৷ খালি করে দেওয়া হয় গোটা বিল্ডিং৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ হাইড্রোলিক ল্যাডার সাহায্য চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ

অফিস টাইমে SDF বিল্ডিয়ে আগুন, চূড়ান্ত আতঙ্ক

কলকাতা: ফের শহরে আগুন৷ এবার ঘটনাস্থল স্টললেক৷ আজ ১০টা নাগাদ SDF বিল্ডিংয়ের চারতলে আগুন দেখা যায়৷ মুহূর্তে তৈরি হয় আতঙ্ক৷ খালি করে দেওয়া হয় গোটা বিল্ডিং৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ হাইড্রোলিক ল্যাডার সাহায্য চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১০টা নাগাদ SDF বিল্ডিংয়ের দ্বিতলে কালো ধোয়া দেখা যায়৷ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ তড়িঘড়ি বিল্ডিং ফাঁকা করে দেওয়া নির্দেশ দেওয়া হয়৷ আগুন লাগার খবর পেয়ে তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ হুড়োহুড়িও শুরু হয়ে যায় বলে খবর৷ খবর দেওয়া হয় দমকলকে৷ ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন৷খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী৷

সল্টলেকের সেক্টর ফাইভের SDF বিল্ডিংয়ের রয়েছে একাধিক অফিস৷ ২৪ ঘণ্টায় চলে তথ্যপ্রযুক্তির কাজ৷ বিল্ডিংয়ের বাইরে রয়েছে কয়েকশো এসি মেশিন৷ দমকলের প্রাথমিক অনুমান, এসি মেশিন থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে৷ SDF বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল কি না, তাও পরে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =