কলকাতা: স্নাতক-স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা কীভাবে হবে? ইউজিসির বির্দেশ অনুযায়ী এবার পরীক্ষার সময়সীমা চূড়ান্ত করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ অনলাইন ও অফলাইনে পরীক্ষা সংক্রান্ত সময়সূচি নির্দিষ্ট করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷
জানানো হয়েছে, ইউজিসির বিধি অনুযায়ী স্নাতক-স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে দু’ঘণ্টায়৷ ১৫ মিনিট পাওয়া যাবে প্রশ্নপত্র ডাউনলোডের জন্য৷ এরপর ২ ঘণ্টা হবে অনলাইনে পরীক্ষা৷ উত্তরপত্র আপলোডের জন্য ১৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে৷ অফলাইনে পরীক্ষার ক্ষেত্রেও ইউজিসির বিধি পালন করা হবে৷
কলকাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা অফলাইনে পরীক্ষা দেবে, তাঁদের উত্তরপত্র সংগ্রহ করবে কলেজ কর্তৃপক্ষ৷ প্রয়োজনে লোক পাঠিয়ে খাতা সংগ্রহ করা হবে৷ কলকাতা বিশ্ববিদ্যালয় ১ থেকে ৮ অক্টোবর পরীক্ষা নেবে৷ প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানানো হয়েছে৷ আজ এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
ইউজিসির নির্দেশ অনুযায়ী দু’ঘণ্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে৷ দু’ঘণ্টা পেরিয়ে গেলে তা পরীক্ষা হিসেবে গণ্য করা হবে না বলেও কড়া সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে ইউজিসি৷ এবার মঞ্জরি কমিশনের বিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়ে আজ বৈঠকে বসে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ৷ সেখানে ইউজিসির বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই সিদ্ধান্ত নিয়েছিল, করোনা আবহে বাড়িতে বসে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা৷ কিন্তু পরীক্ষার সময়সীমা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল৷ ইউজিসি তরফের জানিয়ে দেওয়া হয়, ২ ঘণ্টা বা ৩ ঘণ্টার বেশি পরীক্ষা নেওয়া যাবে না৷