নিয়মিত স্তন্যপানের সুবিধা জানলে চমকে উঠবেন, নয়া তথ্য গবেষণায়

নয়াদিল্লি : দুধের শিশুকে স্তন্যপান নিয়মিত করান, তাহলে ভবিষ্যতে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ইউরোপিয়ান সোসাইটি অফ এন্ডোক্রিনোলজির বার্ষিক বৈঠকে এই তথ্যই প্রকাশ করেছে বিজ্ঞানীরা। তাঁদের দাবি, গবেষণায় উঠে এসেছে স্তন্যপান করালে হার্টের অনেক সমস্যাই কমে যায়। সুস্থ ও সবল হয় হৃদযন্ত্র। বিজ্ঞানীদের বক্তব্য, এটা নিয়ে আরও গবেষণার অবকাশ আছে। বিভিন্ন গবেষনায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন,

নিয়মিত স্তন্যপানের সুবিধা জানলে চমকে উঠবেন, নয়া তথ্য গবেষণায়

নয়াদিল্লি : দুধের শিশুকে স্তন্যপান নিয়মিত করান, তাহলে ভবিষ্যতে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ইউরোপিয়ান সোসাইটি অফ এন্ডোক্রিনোলজির বার্ষিক বৈঠকে এই তথ্যই প্রকাশ করেছে বিজ্ঞানীরা। তাঁদের দাবি, গবেষণায় উঠে এসেছে স্তন্যপান করালে হার্টের অনেক সমস্যাই কমে যায়। সুস্থ ও সবল হয় হৃদযন্ত্র। বিজ্ঞানীদের বক্তব্য, এটা নিয়ে আরও গবেষণার অবকাশ আছে।

বিভিন্ন গবেষনায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন, মায়েদের প্রসবকালীন অবসাদ কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, ব্লাড সুগারের মাত্রা ঠিক রাখতে এবং সর্বোপরি স্তন ক্যানস্যার রুখতে সন্তানদের নিয়মিত স্তন্যপান করানো খুব জরুরি। যারা দীর্ঘসময় ধরে সন্তানদের স্তন্যপান করান, তাঁদের হৃদযন্ত্র অনেক সুস্থ থাকে বলেই জানিয়েছেন ইউরোপীয় গবেষকরা। যদিও আজকের আধুনিক সমাজে অনেক মায়েরাই বেশিদিন সন্তানদের স্তন্যপান করাতে চাইছেন না। তাঁদের সাবধান হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =