খুলছে কলেজ, কমছে শিক্ষাবর্ষের সময়! নতুন সেমিস্টারের দিন ঘোষণা UGC-র

খুলছে কলেজ, কমছে শিক্ষাবর্ষের সময়! নতুন সেমিস্টারের দিন ঘোষণা UGC-র

 

নয়াদিল্লি: করোনা আবহে এবার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার ঘোষণা করল মঞ্জুরী কমিশন৷ কলেজে নতুন শিক্ষাবর্ষ শুরু করার বিষয়ে ইউজিসির তরফে মঙ্গলবার বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে৷ সমস্ত রাজ্যগুলিকে অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে পঠন-পাঠন চালু করার বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর৷ ইউজিসির নয়া নির্দেশিকা ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিভ্রান্তি৷

ইউজিসির তরফে গাইডলাইন প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তরে ক্লাস চালু করতে হবে৷ ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে৷ পরবর্তী শিক্ষাবর্ষের শুরু হবে আগামী বছরের ৩০ আগস্ট৷ আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হবে কলেজের পঠন-পাঠন৷ শিক্ষাবর্ষ চালু করার নির্দেশও দেওয়া হয়েছে ইউজিসির তরফে৷ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ ঘিরে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷

 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যেই কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে৷ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে পয়লা নভেম্বর থেকে৷ ২০২১ সালের পয়লা মার্চ থেকে ৭ মার্চের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন৷ ২০২১ সালের ৮ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে৷ ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সেমিস্টারের বিরতি থাকবে৷ ইভেন সেমিস্টারের ক্লাস শুরু ৫ এপ্রিল থেকে শুরু হবে৷ ইভেন সেমেস্টারের পরীক্ষার প্রস্তুতি চলবে পয়লা অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত৷ ইভেন সেমেস্টারের পরীক্ষা ৯ আগস্ট থেকে ২১ অগাস্টের মধ্যে হবে৷ ইভেন সেমিস্টারের সেমিস্টার বিরতি থাকবে ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত৷ ৩০ অগাস্ট থেকে এই ছাত্র-ছাত্রীদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করতে হবে৷ পরবর্তী বছরের ক্লাস শুরু হবে আগস্টের শেষে৷ অর্থাৎ আগস্টের আগেই শেষ হয়ে যাবে শিক্ষাবর্ষ৷ পয়লা নভেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার পর পরবর্তী বছরের আগস্টের আগেই শেষ হয়ে যাবে শিক্ষাবর্ষ৷ ফলে, পড়ুয়ারা মাঝে হাতে সময় পাবেন মাত্র ৯ মাস৷ অর্থাৎ ১২ মাসের শিক্ষাবর্ষ এবার কমে হচ্ছে মাত্র ৯ মাস৷ এত কম সময়ে কীভাবে সিলেবাস শেষ হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা৷

ইউজিসির এই নির্দেশের জেলে নতুন করে বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার৷ কেননা করোনা আবসে উচ্চ মাধ্যমিকে নম্বরের ছড়াছড়ি৷ বহু পড়ুয়া পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি৷ ৯০ শতাংশ নম্বর পেয়েও বহু পড়ুয়া পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি৷ অন্যদিকে একাধিক নামী কলেজেও পড়ে রয়েছে শূন্য আসন৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ফলে আগামী পয়লা নভেম্বর থেকে কীভাবে পরবর্তী শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে? তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে পয়লা নভেম্বর থেকে কলেজের ক্লাস শুরুর নির্দেশ আদৌ কতটা কার্যকর হয়, সেদিকে এখন তাকিয়ে রয়েছেন পড়ুয়াদের বড় অংশ৷ যদিও এবিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *