বাতিল পৃথক পরীক্ষা, ‘ক্ল্যাটে’র মাধ্যমে আইনে ভর্তি পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আইন পাঠে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা সিএলএটি বা 'ক্ল্যাট' এর মাধ্যমে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট পৃথক পরীক্ষার অনুমতি দিলেও বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয় এনএলএসআইইউ'য়ের আলাদা প্রবেশিকা পরীক্ষা এবার বাতিল করল আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ ২৮ সেপ্টেম্বর অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিএলএটি সংগঠিত করার নির্দেশ দিয়েছে।

 

নয়াদিল্লি: আইন পাঠে স্নাতকস্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা সিএলএটি বা ‘ক্ল্যাটে’র মাধ্যমে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট পৃথক পরীক্ষার অনুমতি দিলেও বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয় এনএলএসআইইউ’য়ের আলাদা প্রবেশিকা পরীক্ষা এবার বাতিল করল আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ ২৮ সেপ্টেম্বর অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিএলএটি সংগঠিত করার নির্দেশ দিয়েছে।

চলতি বছর অর্থাৎ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১২ সেপ্টেম্বর ৫ বছরের সংযুক্ত বিএ এলএলবি পাঠক্রমে ভর্তির জন্য বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয় এনএলএসআইইউ আলাদা প্রবেশিকা পরীক্ষা নিয়েছে। কিন্তু পরীক্ষা কার্যাবলী ঠিকমতো না হওয়ায় অসততার একাধিক অভিযোগ ওঠে। সেক্ষেত্রে ফের ১৪ সেপ্টেম্বর ওই পরীক্ষা নেওয়া হয়। যেখানে ওই পরীক্ষায় ২৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

এদিকে আবার চলতি শিক্ষাবর্ষে সিএলএটি বা ‘ক্ল্যাট’ পরীক্ষায় ৬৯ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কথায়, বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয় এনএলএসআইইউ জাতীয় স্তরের আইন বিশ্ববিদ্যালয় গুলির অভিন্ন মঞ্চের সদস্য। সর্বমোট ২৩ টি জাতীয় স্তরের আইন বিশ্ববিদ্যালয় অভিন্ন মঞ্চে এনএলএসআইইউ’য়ের সদস্য। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সমস্ত প্রতিষ্ঠানেই ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিএলএটি বা ‘ক্ল্যাট’ এর মাধ্যমেই নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =