UGC-র নির্দেশ মেনে বাংলার চালু হবে নতুন শিক্ষাবর্ষ? অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী

UGC-র নির্দেশ মেনে বাংলার চালু হবে নতুন শিক্ষাবর্ষ? অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা: কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করে পঠনপাঠন চালু করার নির্দেশ দিয়েছে ইউজিসি৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই সেই সংক্রান্ত নির্দেশিকা টুইটারে জানিয়ে দিয়েছে৷ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী পয়লা নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ আগামী বছর আগস্টে শেষ হওয়ার কথা৷ মাত্র ৯ নাসের শিক্ষাবর্ষে কীভাবে শেষ হবে সিলেবাস? ১২ নাসের শিক্ষাবর্ষ ৯ মাসে শেষ করা আদৌও সম্ভব? ইউজিসির নির্দেশ মেনে বাংলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগামী পয়লা নভেম্বর থেকে চালু হবে শিক্ষাবর্ষ? ইউজিসির নির্দেশিকায় অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

পরিস্থিতি যা, তাতে আপতত ইউজিসির বিরুদ্ধে এখনই অবস্থান নিতে চাইছে না রাজ্যের উচ্চ শিক্ষা দফতর৷ বরং গোটা বিষয়টি পর্যালোচনার জন্য উপাচার্যদের মতামতকে অগ্রাধিকার দিতে চলেছে রাজ্য৷ বুধবার এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ক্লাস শুরু ও ৯ মাসের শিক্ষাবর্ষ শুরুর বিষয়ে ইউজিসির প্রস্তাবিত গাইডলাইন নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘শিক্ষাবর্ষ শুরুর বিষয়ে ইউজিসি গাইডলাইন আমরা দেখেছি৷ এই বিষয়ে উপাচার্যদের মতামত নেওয়া হবে৷ উপাচার্যদের মতামত নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত হবে৷’’ তবে, ইউজিসির নির্দেশিকা নিয়ে আপত্তির কোনও প্রসঙ্গ তোলেলনি শিক্ষামন্ত্রী৷ বরং উপাচার্যদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার বার্তাই দিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী৷ তবে, আদৌও পুজোর পর কলেজে স্নাতকস্তরে নতুন শিক্ষাবর্ষ চালু হচ্ছেই কি না, তা এখনও স্পষ্ট নয়৷

যদিও এর আগে ইউজিসি-র বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি রাজ্য৷ উল্টে আদালতে হার হয়েছে৷ ইউজিসির বিধি অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য৷ অনলাইন ও অফলাইন পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ রাজ্যের প্রস্তাবিত ২৪ ঘণ্টায় পরীক্ষা নেওয়ার আর্জি খারিজ করে ইউজিসি জানিয়ে দিয়েছেন, ২-৩ ঘণ্টার বেশি পরীক্ষা নেওয়া যাবে না৷ ফলে, লাগাতার ইউজিসির কাছে ধাক্কা খাওয়ার পর এবার ৯ মাসের নতুন শিক্ষাবর্ষ নিয়ে সাবধানে পা রাখতে চলেছে রাজ্য৷

অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য সংশোধিত শিক্ষাবর্ষের সূচি মঙ্গলবার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷ নতুন সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের পরিবর্তে পয়লা নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ চালু করার নির্দেশিকা দিয়েছে ইউজিসি৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে থেকে খুলবে, সেবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও সিদ্ধান্ত এর মধ্যে না আসলে প্রথম বর্ষের পড়ুয়াদের কলেজের পড়াশোনা চালু হবে অনলাইনে৷

সংশোধিত সূচিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে৷ প্রথম সেমেস্টারের জন্য ক্লাস শুরু হবে পয়লা নভেম্বর থেকে৷ কলেজগুলিকে সপ্তাহে ৬ দিন ক্লাস নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ পরবর্তী দু’টি শিক্ষাবর্ষে গরম ও শীতের ছুটি রাখা হয়নি৷ জানানো হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে কোনও পড়ুয়া যদি ভর্তির আবেদন প্রত্যাহার করেন, তাহলে ওই পড়ুয়াকে কলেজে ভর্তির সমস্ত ফি পুরো টাকা ফিরিয়ে দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =