Unlock5: খুলছে স্কুল, কীভাবে চলবে ক্লাস? নয়া গাইডলাইন কেন্দ্রের

Unlock5: খুলছে স্কুল, কীভাবে চলবে ক্লাস? নয়া গাইডলাইন কেন্দ্রের

 নয়াদিল্লি: নিউ নর্মালে আনলক-৫ পর্বে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷ আজ সন্ধ্যায় আনলক-৫ পর্বের নির্দেশিকায় বেশ স্কুল খোলার বিষয়েও কেন্দ্রের তরফে প্রকাশ করা হয়েছে গাইডলাইন৷ আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামীর ১৫ অক্টোবরের পর ধাপে ধাপে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন৷ রাজ্য সরকার বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনে আলোচনার পর শর্তসাপেক্ষে স্কুল খুলতে পারবে৷

গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অনলাইন এবং দূরশিক্ষা ব্যবস্থার ওপর জোর দিতে হবে৷ স্কুলগুলি অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগ নিতে হবে৷ শুধুমাত্র অভিভাবকের লিখিত অনুমতি নিয়ে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসতে পারবে পড়ুয়ারা৷ হাজিরা বাধত্যা মূলক করা যাবে না, এটা অভিভাবকদের ওপর ছাড়তে হবে৷ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দিষ্ট নীয়ম তৈরি করতে হবে৷ মানতে হবে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন৷ যে সমস্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তাদের আবশ্যিকভাবে রাজ্য বা সেই কেন্দ্র শাসিত অঞ্চলে জারি করা গাইডলাইন মেনে চলতে হবে৷ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ খোলার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে উচ্চ শিক্ষা মন্ত্রক৷ অনলাইন এবং দূরশিক্ষা ব্যবস্থা চলু করতে হবে৷ শুধুমাত্র রিসার্চ স্কলার বা স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যাদের ল্যাবরেটরি প্রয়োজন, তাদের ১৫ অক্টোবর থেকে কলেজে যাওয়ার অনুমতি দেওয়া হবে৷ যদিও সেক্ষেত্রে একাধিক শর্ত দেওয়া হয়েছে৷

আনলক ৫ পর্বেই ১০০ জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে৷ সেই নিয়মাবলী জারি থাকছে কনটেইনমেন্ট জোনের বাইরে৷ বেশ কিছু শর্তসাপেক্ষে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে৷ কোনও হলে অনুষ্ঠানের ক্ষেত্রে  মোট আসন সংখ্যার ৫০ শতাংশ এবং সর্বোচ্চ ২০০ জনর যোগ দিতে পারবেন৷ সামাজিক দূরত্ব বিধি, ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক এবং থাকতে হবে থার্মাল স্ক্রিংয়ের ব্যাবস্থা৷ খোলা জায়গার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে৷ ফেস মাস্ক পরা বাধ্যতামূলক৷ সেক্ষেত্রে জায়গার পরিধি মাথায় রাখতে হবে৷ সেখানে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা রাখতে হবে৷ জমায়েতের কারণে যাতে করোনা ভাইরাস না ছড়াতে পারে তার জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে গাইড লাইন প্রকাশ করতে হবে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাদের গাইড লাইনে জানিয়েছে, আন্ত এবং অন্তঃরাজ্য পণ্য বা চলাচলে কোনও বিধিনিষেধ জারি থাকছে না৷ সেক্ষেত্রে কোনও অনুমতিও লাগবে না৷ অন্তঃসত্ত্বা, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি বা কনটেইনমেন্ট জোনে থাকলে তাঁকে খুব জরুরি দরকার ছাড়া বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ একই সঙ্গে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ব্যাবহারের আবেদন জানানো হয়েছে কেন্দ্রের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =