নির্বাচন করাতে কতটা প্রস্তুত বাংলা? গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কমিশনের ফুল বেঞ্চ

কলকাতা: রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন৷ বুধবার রাতে শহরে পৌঁছে যায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ আজ, বৃহস্পতিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন আধিকারিকরা৷ রাজনৈতিক দলগুলির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত রিভিউ মিটিং রয়েছে৷ থাকবেন ডিসট্রিক্ট ইলেকশন অফিসার, পুলিশ সুপার, কমিশনার

নির্বাচন করাতে কতটা প্রস্তুত বাংলা? গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কমিশনের ফুল বেঞ্চ

কলকাতা:  রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন৷ বুধবার রাতে শহরে পৌঁছে যায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ আজ, বৃহস্পতিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন আধিকারিকরা৷

রাজনৈতিক দলগুলির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত রিভিউ মিটিং রয়েছে৷ থাকবেন ডিসট্রিক্ট ইলেকশন অফিসার, পুলিশ সুপার, কমিশনার এবং অন্যান্য ডিস্ট্রিক্ট অফিসাররা৷ প্রথম দফায় ১২ জন জেলাশাসক থাকবেন৷ আড়াইটে থেকে সাড়ে ৪টে পর্যন্ত আরেকটি রিভিউ মিটিং৷ থাকবেন ডিসট্রিক্ট ইলেকটোরাল অফিসার, পুলিশ সুপার ও জেলার অন্যান্য আধিকারিকরা৷ এখানেও থাকবেন বেশ কয়েকজন জেলাশাসক৷

পয়লা ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক্সপেন্ডিচার নোডাল অফিসার, এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কমার্সিয়াল ট্যাক্স, রেলওয়ে, এয়ারপোর্ট ডিভিশনাল অফিসারদের সঙ্গে রয়েছে বৈঠক৷ সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবের সঙ্গে৷ বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করা হবে কমিশনের পক্ষ থেকে৷

এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা থাকছেন এই ফুল বেঞ্চে- মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা, সিনিয়ার ডেপুটি ইলেকশন কমিশনার উমেশ সিনহা, ডেপুটি ইলেকশন কমিশনার সন্দীপ সাকসেনা, ডেপুটি ইলেকশন কমিশনার সন্দীপ জৈন, ডেপুটি ইলেকশন কমিশনার চন্দ্রভূষণ কুমার, ডিরেক্টর জেনারেল দিলীপ শর্মা, ডিরেক্টর জেনারেল ধীরেন্দ্র ওঝা ও অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল শেফালি শরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =