৩৭ হাজার কিমি বিমান উড়িয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় তরুণীর

ওয়াশিংটন: আকাশ পথে টানা ৩৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে রেকর্ড গড়লেন মুম্বই বাসিন্দা আরোহী পন্ডিত৷ ছোট বিমানে চেপে পাড়ি দিয়েছিলেন আটলান্টিক। মোট ১২০ ঘণ্টা বিমান চালিয়ে ২৩ বছরের আরোহী বিশ্বরেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করলেন৷ লাইট স্পোর্ট এয়ারক্রাফট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি৷ যাত্রা পথে বেশ কয়েকবার নামতে হয় তাঁকে৷ আইসল্যান্ড,

৩৭ হাজার কিমি বিমান উড়িয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় তরুণীর

ওয়াশিংটন: আকাশ পথে টানা ৩৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে রেকর্ড গড়লেন মুম্বই বাসিন্দা আরোহী পন্ডিত৷ ছোট বিমানে চেপে পাড়ি দিয়েছিলেন আটলান্টিক। মোট ১২০ ঘণ্টা বিমান চালিয়ে ২৩ বছরের আরোহী বিশ্বরেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করলেন৷

লাইট স্পোর্ট এয়ারক্রাফট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি৷ যাত্রা পথে বেশ কয়েকবার নামতে হয় তাঁকে৷ আইসল্যান্ড, গ্রিনল্যান্ডে নামার পর পার হয়েছিলেন আটলান্টিক মহাসাগর৷ যাত্রা শেষ করে ১৩  মে কানাডার ইকালুয়েট বিমানবন্দরে ফিরে আসেন আরোহী৷ তবে এই প্রথম নয়, আটলান্টিক পার করার স্বপ্ন তিনি অনেক আগেই দেখেছিলেন৷ গত বছরই এই বিমানটি নিয়ে বেড়িয়ে পরেছিলেন আরোহী৷ কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই সময় ফিরে আসতে হয় তাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + four =