কলকাতা: দমদম মেট্রো স্টেশনে ডাউন লাইনের একটি ট্রেনে ধোঁয়া৷ আজ সকালে দমদম মেট্রো স্টেশনের ডাউন লাইনের একটি ট্রেন থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তড়িঘড়ি ট্রেন দাঁড় করিয়ে দেন মোটরম্যান৷ সকল যাত্রীদের নামিয়ে দেওয়া হয়৷ এই ঘটনায় কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে৷ অসুস্থ এক মহিলা যাত্রীকে আরজি কর হাসপাতালে ভরতি করা হয়েছে৷
গত শুক্রবার একই ভাবে পাতাল পথে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ওই দিন সন্ধ্যায় সাড়ে পাঁচটা নাগাদ টালিগঞ্জ স্টেশনের কাছে টানেলের মধ্যে মেট্রোর থার্ড লাইনে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায় বলে অভিযোগ যাত্রীদের৷ আগুন আতঙ্কে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ তবে, আতঙ্ক তৈরি হলেও বড়সড় বিপদ এড়ানো যায়৷ স্টেশনের কাছে লাইনে আগুনের খবর পেয়ে মেট্রো স্টেশন চত্বরে হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন৷
মেট্রো রেলের টানেলে ট্রেন আটকে পড়ার ঘটনা নতুন নয়৷ কিছু দিন আগেই চলন্ত ট্রেনে আগুন লাগার জেরে টানেলে দাঁড়িয়ে গিয়েছিল ট্রেন। টানেলে এই ধরনের বিপর্যয়ের দ্রুত মোকাবিলায় এবার আরপিএফকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আরপিএফের ডিজি অরুণ কুমার এক সাংবাদিক সম্মেলনে এমন কথাই জানিয়েছেন৷
এদিন অবশ্য তিনি মেট্রোর নিরাপত্তার পাশাপাশি সার্বিকভাবে রেলের নিরাপত্তা নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন। তার মধ্যে রয়েছে, লাইনের পাশে পাঁচিল তোলা থেকে শুরু করে উন্নত মানের সিসিটিভি বসানো, নিরাপত্তাকর্মীর সংখ্যা বৃদ্ধির মতো বিষয়। এদিন বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি কয়লা পরিবহণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কয়লা চুরি ঠেকাতে প্রতিটি সংস্থাকে নতুন প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন সেখানে।
রেল স্টেশনে লাগেজ স্ক্যানার মেশিনের ভূমিকা বিশাল। কিন্তু, মেট্রো রেলের একাধিক স্টেশনেই সেই মেশিন খারাপ হয়ে থাকে অনেক সময়। মেট্রোর নিরাপত্তা নিয়ে ডিজি বলেন, যে মেশিনগুলি খারাপ রয়েছে, সেগুলিকে দ্রুত ঠিক করা হবে। আরও কিছু উন্নত প্রযুক্তির লাগেজ স্ক্যানার মেশিন বসানো হবে। মেট্রোর স্টেশনগুলিতে সিসিটিভির অবস্থা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও ক্যামেরা বসানো হবে। তিনি বলেন, টানেলের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বিপর্যয় মোকাবিলা কর্মীদের মতো আরপিএফের কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে এই ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।