মাধ্যমিক কবে? মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিলে ঘিরে শুরু নয়া জল্পনা

মাধ্যমিক কবে? মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিলে ঘিরে শুরু নয়া জল্পনা

76d5384fffb7d807ab6877129df68655

কলকাতা: একে করোনা পরিস্থিতি, তার উপর বিধানসভা ভোট৷ এই অবস্থায় কি পিছিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? বহু পরীক্ষার্থী ও অভিভাবকদের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল৷ মাধ্যমিক পরীক্ষা পিছনোর জল্পনার মধ্যেই অন্য খবর এল মধ্যশিক্ষা পর্ষদ থেকে৷ জানা গিয়েছে, বেশ কিছু বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করে দিয়েছে পর্ষদ। তবে কি নির্দিষ্ট সময়েই হবে মাধ্যমিক৷ জল্পনা শুরু হয়েছে পর্ষদের কর্মীদের মধ্যেই৷  

আরও পড়ুন- নিট পরীক্ষার রেজাল্টে মারাত্মক ভুল, টপারকে ব্যর্থ ঘোষণা করল NTA

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ তবে ২১-এর নির্বাচনের জন্য মাধ্যমিক পরীক্ষা পিছনোর ইঙ্গিত দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মাধ্যমিক পরীক্ষার আগে নির্বাচন হলে ফেব্রুয়ারি মাসের বদলে পরীক্ষা হবে জুনে৷ তাঁর এই মন্তব্যের পর থেকেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ফেব্রুয়ারিতে মাধ্যমিক হলে বাধা পড়বে ভোট প্রচারে৷ করোনা পরিস্থিতির জেরে এমনিতেই এখন অধিকাংশ সভা হচ্ছে ভার্চুয়াল৷ ভোটের আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জোড় কদমে শুরু হবে প্রচার৷ সেই সময় পরীক্ষা থাকলে মাইকে প্রচারের ক্ষেত্রে সমস্যা হবে৷  লাউডস্পিকার বাজিয়ে সভা করা সম্ভব হবে না৷ এছাড়াও পরীক্ষা পিছনের আরও একটি কারণ রয়েছে৷ দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের প্রস্তুতি নিয়েও সমস্যা হতে পারে৷ ঘাটতি থাকতে পারে তাদের তৈয়ারিতে৷ সেই ঘাটতি পূরণের জন্যও বাড়তি সময়ের প্রয়োজন৷ তাই পরীক্ষা পিছলে পরীক্ষাদের যেমন লাভ৷ তেমনই ভোটের প্রচারেও আর কোনও বাধা থাকবে না৷ 

আরও পড়ুন- সুপ্রিম রায়ে এবার এমএড-রাও কলেজে অধ্যাপনার অধিকারি

তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর,  ২০২১ এ নির্দিষ্ট সূচি মেনই ফেব্রুয়ারি – মার্চে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি করার নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা দফতরের সচিব। এর পরই উঠে পড়ে লেগেছে পর্ষদের কর্মীরা। বাতিল করা হয়েছে প্রশ্নপত্র বিভাগের কর্মীদের ছুটিও।  ফেব্রুয়ারিতে পরীক্ষা হলে ২০-২৫ শতাংশ সিলেবাস কমানো হবে বলেও সূত্রের খবর৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *