নয়াদিল্লি: ব্রিগেড সমাবেশ মঞ্চ থেকে বাংলায় ৪২-এ ৪২-এর ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, মমতার এই ইচ্ছা পূরণ না হলেও লোকসভা নির্বাচনে বড় জয় পেতে চলেছে তৃণমূল৷ তবে, তৃণমূলের এই জয়ের পেছনে বিজেপির উত্থানের ইঙ্গিত দিয়েছে টাইমস নাও-ভিএমআরের জনমত সমীক্ষা৷ ঠিক কটা আসন পেতে পারে তৃণমূল?
সমীক্ষা রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে ৩২টি পেতে পারে তৃণমূল৷ বিজেপি-র আসন সংখ্যা বঙ্গে বাড়তে পারে বলে আভাস পাওয়া গিয়েছে৷ কংগ্রেসকে একটি আসন দেওয়া হলেও বামেদের বরাতে একটিও থাকবে না বলেই ইঙ্গিত দিয়েছে টাইমস নাও-ভিএমআরের সমীক্ষা৷
লোকসভা নির্বাচনে ম্যাজিক ফিগারের আগেই থেমে যাতে পারে মোদির এনডিএর রথ৷ লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ২৫২টি আসন৷ ম্যাজিক ফিগার থেকে ২০টি আসন কম৷ সম্প্রতি এমনই জনমত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে টাইমস নাও-ভিএমআর৷ ২০১৪-র ভোটে এনডিএ পেয়েছিল ৩৩৬ আসন৷ বিজেপি-র একারই দখলে ছিল ২৮২টি আসন৷ সমীক্ষায় ইঙ্গিত, এবার বেশ কিছু আসন খোয়াতে পারে গেরুয়া শিবির৷ সমীক্ষায় বেশ কিছুটা এগিয়ে কংগ্রেস৷ ইউপিএ পেতে পারে ১৪৭ আসন৷ বাকি, আঞ্চলিক দলগুলির দখলে যেতে পারে ১৪৪ আসন৷ ফলে, আগামী নির্বাচনের নির্ণায়কের ভূমিকা নিতে পারে আঞ্চলিক দলগুলি৷ টাইমস নাও-ভিএমআরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে৷