মৃত্যুর পর বদলে গেল নিটের ‘খারাপ’ ফল করা আত্মঘাতী ছাত্রীর রেজাল্ট!

মৃত্যুর পর বদলে গেল নিটের ‘খারাপ’ ফল করা আত্মঘাতী ছাত্রীর রেজাল্ট!

ভোপাল: সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা (নিট)-র ফলে মারত্মক ভুল৷ যার জেরে চরম পদক্ষেপ নিয়ে নিজের জীবন শেষ করল এক পড়ুয়া৷ মধ্যপ্রদেশের মেয়ে বিধি সূর্যবংশীর স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার৷ গত শুক্রবার নিট পরীক্ষার ফলে প্রকাশিত হওয়ার পর বিধি দেখেন তাঁর নামের আগে ৬টি সংখ্যা রয়েছে৷ অর্থাৎ তাঁর ব়্যাঙ্ক এসেছে লক্ষে৷ যা দেখে হতভম্ব হয়ে যায় তাঁর পরিবারও৷ কী ভাবে একজন মেধাবী ছাত্রীর এত খারাপ ফল হল, ভেবে উঠতে পারেননি তাঁরা৷ এর পরেই বিধির খাতা চ্যালেঞ্জ করা হয়৷  
 

আরও পড়ুন-  বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা, রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ পর্ষদের

খাতা পুনমূর্ল্যায়নের পর দেখা যায় বিধির ব়্যাঙ্ক ৫৯০৷ কিন্তু যতক্ষণে এই ফল এসেছে, ততক্ষণে সব কিছু শেষ হয়ে গিয়েছে৷ নিট-এর ফল প্রকাশিত হওয়ার পরই ভেঙে পড়েছিলেন বিধি৷ এর পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ গত ১৬ অক্টোবর নিট পরীক্ষার ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ এই পরীক্ষায় প্রথম হন ওডিশার শোয়েব আফতাব এবং দিল্লির আকাঙ্খা সিং৷ ৭২০-র মধ্যে ৭২০ নম্বরই পেয়েছেন তাঁরা৷ 

এর আগে নিটের ফলে আরও একটি ভয়াবহ ভুল সামনে এসেছিল৷ অল ইন্ডিয়া টপারকে ব্যর্থ বলে ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ নিট ২০২০ পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর মৃদুল রাওয়াত নামে এক প্রার্থী দেখেন তিনি পরীক্ষায় ব্যর্থ হয়েছেন৷ তাঁর প্রাপ্ত নম্বর মাত্র ৩২৯৷ ফল দেখে সন্দেহ হয় তাঁর৷ এর পরেই এনটিএ-র রেজাল্টকে চ্যালেঞ্জ করেন তিনি৷ পুনর্মূল্যায়নের পর দেখা যায় তাঁর প্রাপ্ত নম্বর ৬৫০৷ শুধু তাই নয়, তিনি এসটি ক্যাটাগরির মধ্যে অল ইন্ডিয়া টপার৷ 

আরও পড়ুন- মাধ্যমিক কবে? মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিলে ঘিরে শুরু নয়া জল্পনা

নিট ২০২০ পরীক্ষা হয়েছিল ১৩ সেপ্টেম্বর৷ ৮৫ থেকে ৯০ শতাংশ অর্থাৎ ১৫.৯৭ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন৷ তবে প্যান্ডেমিক পরিস্থিতিতে পরীক্ষায় বসতে পারেননি অনেকেই৷ তাঁদের আবার ১৪ অক্টোবর পুনরায় পরীক্ষা নেওয়া হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =