বাজেট অধিবেশনের আগেই সর্বদল বৈঠক বয়কট, তৃণমূলের সঙ্গে থাকল বিজেপি

কলকাতা: বাজেট অধিবেশনের আগে বাম-কংগ্রেসের তরফে সর্বদল বৈঠক বয়কট করা হলেও তৃণমূলের সঙ্গে থাকে সৌজন্য দেখাল বিজেপি৷ আজ, দুপুরে বিধানসভা সর্বদল বৈঠক বয়কট করে বাম-কংগ্রেস৷ তবে বৈঠকে রয়েছে বিজেপি এবং তৃণমূল ওই বৈঠকে যোগ দেন৷ সর্বদল বৈঠক বয়কট প্রসঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান, আজ বৈঠক বয়কট করলেও শুক্রবার অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় আমরা থাকব৷

e2b3d5a910d6112abfd89a2dbb7a05eb

বাজেট অধিবেশনের আগেই সর্বদল বৈঠক বয়কট, তৃণমূলের সঙ্গে থাকল বিজেপি

কলকাতা: বাজেট অধিবেশনের আগে বাম-কংগ্রেসের তরফে সর্বদল বৈঠক বয়কট করা হলেও তৃণমূলের সঙ্গে থাকে সৌজন্য দেখাল বিজেপি৷ আজ, দুপুরে বিধানসভা সর্বদল বৈঠক বয়কট করে বাম-কংগ্রেস৷ তবে বৈঠকে রয়েছে বিজেপি এবং তৃণমূল ওই বৈঠকে যোগ দেন৷

সর্বদল বৈঠক বয়কট প্রসঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান, আজ বৈঠক বয়কট করলেও শুক্রবার অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় আমরা থাকব৷ কারণ সেটা সৌজন্য৷ তিনি বলেন, সর্বদল বৈঠকে বিরোধীদের কোনও কাজ নেই৷ এখানে আমাদের কোনও কথাই শোনা হচ্ছে না৷

এদিন অভিযোগের সুরে তিনি বলেন, বিধানসভার কোনো নিয়ম বা প্রথাও মানা হচ্ছে না৷ কোনও প্ৰয়োজনীয় আলোচনা করতে দেওয়া হচ্ছে না বিরোধীদের৷ তাই সর্বদল বৈঠক এবং বিএ কমিটি বয়কট করছি আমরা৷ তবে শুক্রবারের অধিবেশনে আমরা থাকব৷ সেখানে থেকেই প্রতিবাদ করব৷ রাজ্যপালের ভাষণের মধ্যেই বা তার পরে আমরা নিজেদের প্রতিবাদ জানাবো৷ তবে সেটা সীমা ছাড়াবে না৷

বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিধানসভার ইতিহাসে এই রকম ২-৩ দিনের বাজেট অধিবেশন নজিরবিহীন৷ এতে কোনও আলোচনারই সুযোগ নেই৷ বিধানসভা কবে বসবে সেটা অধ্যক্ষ নিজেও জানেন না৷ বাইরে থেকে বিধানসভা পরিচালনা করা হচ্ছে৷ এটা সত্যিই দুর্ভাগ্যজনক৷ দেশে দুই পাহারাদারের লড়াই চলছে৷ একদিকে কেন্দ্রে আদানি-আম্বানিদের পাহারাদার এবং বাংলায় তৃণমূল সিন্ডিকেটে তোলাবাজ এবং লুটেরাদের পাহারাদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *