ব্রিটেন : পদত্যাগ করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। আগামি ৭ জুন তিনি পদ ছাড়বেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে তিনি বলেন, ২০১৬ সালের ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গণরায়কে সম্মান দিতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন।
কিন্তু ব্রেক্সিট কার্যকর করতে পারলেন না। তিনবার চেষ্টা করেছিলেন। কিন্তু দেশের স্বার্থেই নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজন। নয়া প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিযোগিতা আগামি সপ্তাহে শুরু হচ্ছে। ততদিন তিনি পদে থাকছেন। মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় মে। তিনি বলেছেন, কোনও খেদ নিয়ে তিনি পদ ছাড়ছেন না।